ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাতালোনিয়ার নিয়ন্ত্রণ নেয়ার হুমকি স্পেনের

প্রকাশিত: ০৪:৩৯, ১৬ অক্টোবর ২০১৭

কাতালোনিয়ার নিয়ন্ত্রণ নেয়ার হুমকি স্পেনের

কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লোস পুজদামনের কাছে স্বাধীনতার ঘোষণা বিষয়ে মাদ্রিদের করা প্রশ্নের সুপষ্ট জবাব না এলে স্বায়ত্তশাসিত অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়ার হুমকি দিয়েছে স্পেনে। গত মঙ্গলবার রাতে কাতালান পার্লামেন্টে স্বাধীনতার প্রতীকি ঘোষণা দেন পুজদামন। ভাষণে স্পেনে সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে সেই ঘোষণার কার্যকারিতা স্থগিত রাখারও আহ্বান জানান তিনি। এরপরই স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় কাতালোনিয়ার প্রেসিডেন্টকে বিষয়টি স্পষ্ট করতে সোমবার পর্যন্ত সময় দেন। পলিটিকো ডট ইউকে। কাতালোনিয়ার অবস্থান যদি স্বাধীনতার পক্ষে হয়, তা হলে সিদ্ধান্ত বদলাতে পুজদামনকে দেয়া হয় আরও চারদিন। এরপরই মাদ্রিদ সরকার কাতালোনিয়ার নিয়ন্ত্রণ নিতে পদক্ষেপ নিতে শুরু করবে বলে ইঙ্গিত দিয়েছে স্পেনে সরকার। শনিবার স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী হুয়ান ইগানাসিও বলেন,কাতালোনিয়াকে অবশ্যই স্বাধীনতার বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। উত্তরে কোনও অ স্পষ্টতা থাকা চলবে না। পুজদামনকে অবশ্যই হ্যাঁ কিংবা না বলতে হবে। -বিবিসি
×