ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে মৃত বেড়ে ৪০

প্রকাশিত: ০৪:৩৬, ১৬ অক্টোবর ২০১৭

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে মৃত বেড়ে ৪০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রেকর্ডকৃত ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দাবানলে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে, কয়েক শ’ লোক এখনও নিখোঁজ রয়েছে এবং অন্তত পাঁচ হাজার সাত শ’ স্থাপনা ভস্মীভূত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কৃত্রিম উপগ্রহের সাহায্যে ধারণকৃত ছবি বিশ্লেষণ করে নিউইয়র্ক টাইমসের এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে । খবর সিএনএন ও বিবিসর। এলেমেলো বাতাসে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলের কারণে শনিবার আরও কয়েক হাজার স্থানীয় বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছে। স্যান ফ্রান্সিসকো শহরের উত্তর দিকে প্রায় আট শ’ ৬৫ বর্গকিলোমিটার এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সাতদিনেরও বেশি সময় ধরে দাবানলের ১৬টি প্রধান ধারার সঙ্গে ১০ হাজারেরও বেশি দমকল কর্মী এয়ার ট্যাঙ্কার ও হেলিকপ্টারের সহায়তা নিয়ে লড়াই করে যাচ্ছে।
×