ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এয়ারবাস চালাল ছয় বছরের মোহাম্মদ আমের

প্রকাশিত: ০৪:৩৫, ১৬ অক্টোবর ২০১৭

এয়ারবাস চালাল ছয় বছরের মোহাম্মদ আমের

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর আদম মোহাম্মদ আমের। বয়স মাত্র ৬ বছর। ভাল করে কথা বলতে শেখার পর থেকেই ইউটিউবে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে উড়ে বেড়ানো বিমানের ভিডিওগুলো দেখতে থাকে। ঘণ্টার পর ঘণ্টা বিমানের টেকঅফ থেকে ল্যান্ডিং সব ধরনের ভিডিও দেখা শুরু করে সে। খবর গাল্ফ নিউজ অনলাইনের। এ মাসেরই শুরুতে আমের মা-বাবার সঙ্গে ইতিহাদ এয়ারওয়েজের বিমানে আবুধাবি যাওয়ার পথে মাঝ আকাশে পাইলটের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। ছয় বছর বয়সী যাত্রীর ডাক শুনে একটু অবাকই হন বিমানের ফার্স্ট অফিসার ক্যাপ্টেন সমীর ইয়াকলেফ। একটু ভেবে আমেরের সঙ্গে কথা বলেন। তারপর তিনি খুবই অবাক হন। বিমানের টেকঅফ থেকে ল্যান্ডিংসহ প্রতিটি ধাপই ঠিকভাবে বলে যান আমের। তা আবার নির্ভুলভাবে। এমনকি, আকাশে ইমারজেন্সি পরিস্থিতিতে বিমানকে কীভাবে চালাতে হয়, কী কী পদক্ষেপ নিতে হয়, সে সবও আমেরের মুখস্ত। অবাক ক্যাপ্টেন সমীর শিশুটির মা-বাবার অনুমতি নিয়ে মোবাইলে তার সব বর্ণনার ছবি তুলতে শুরু করেন। তাকে নিয়ে বসান বিমানের ককপিটেও।
×