ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিএনএনকে দেয়া সাক্ষাতকারে হিলারি

পরমাণু অস্ত্র প্রতিযোগিতারক্ষেত্র তৈরি করেছেন ট্রাম্প

প্রকাশিত: ০৪:৩৪, ১৬ অক্টোবর ২০১৭

পরমাণু অস্ত্র প্রতিযোগিতারক্ষেত্র তৈরি করেছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোরিয়া উপদ্বীপে পরমাণু অস্ত্র প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করেছেন বলে সতর্ক করে দিয়েছেন সাবেক মার্কিন ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিলের চেষ্টারও সমালোচনা করেছেন হিলারি। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। রবিবার প্রচারিত সিএনএনকে দেয়া সাক্ষাতকারে হিলারি একথা বলেন। হিলারি বলেন, ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক কথাবার্তা বলে অঞ্চলে পরমাণু অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি বাড়িয়েছেন। পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে তার বাগ্যুদ্ধ মিত্র দেশগুলোকে শঙ্কিত করে তুলেছে। তিনি শত্রুকে উৎসাহিত করছেন, মিত্রদের আতঙ্কের মধ্যে রাখছেন। হিলারি বলেন ‘আমরা এখন এক অস্ত্র প্রতিযোগিতার যুগে প্রবেশ করেছি, পূর্ব এশিয়ায় পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা। জাপান আমাদের মিত্র। উত্তর কোরিয়া যেমন এখন ওপর দিয়ে প্রায় মিসাইল ছুড়ে দিচ্ছে তাতে সঙ্গত কারণেই জাপানীরা উদ্বিগ্ন। তারা এখন আমেরিকার ওপর আস্থা রাখতে পারছে না।’ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে হিলারি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তার সময়ে নেয়া বিভিন্ন কূটনৈতিক উদ্যোগের কথা তুলে ধরে হিলারি বলেন, ট্রাম্পের মৌখিক বাগাড়ম্বর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে সাহসী করে তুলেছে। কূটনীতি যুদ্ধ ঠেকায়। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের এক্ষেত্রে পদত্যাগ করা উচিত কি না এ বিষয়ে কোন মন্তব্য করতে তিনি অস্বীকার করেন। টিলারসনকে ট্রাম্প ‘নিষ্ক্রিয়’ করে রেখেছেন অভিযোগ তুলে সিনেটের ফরেন কমিটির চেয়ারম্যান রিপাবলিকান দলের বব কোর্কার সম্প্রতি ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। ওয়াশিংটন পোস্টকে তিনি বলেছেন, ‘চীনের সঙ্গে আমাদের এখন ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চালানো দরকার, আরও অনেক ক্ষেত্রে এটি প্রয়োজন কিন্তু আপনি প্রধান কূটনীতিককে নিষ্ক্রিয় করে রেখে আপনি সেগুলো করতে পারবেন না।’ ইরানের সঙ্গে সম্পাদিত ছয় জাতি পরমাণু চুক্তি থেকে সরে আসার যে উদ্যোগ ট্রাম্প নিয়েছেন তারও সমালোচনা করেছেন হিলারি। তিনি বলেন, এর ফল হবে ‘ভয়াবহ’। অন্যান্য দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি প্রশ্নের মুখে পড়বে। ট্রাম্প ইরানের বিরুদ্ধে ২০১৫ সালে করা ওই চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে বলেছেন রেভুল্যুশনারি গার্ডের মাধ্যমে তেহরান সন্ত্রাসী কর্মকা-ে মদদ যোগাচ্ছে। ট্রাম্পের পরমাণু চুক্তিটি ডিসার্টিফাই করা প্রসঙ্গে হিলারি বলেন, ‘যেসব কারণ দেখিয়ে ট্রাম্প চুক্তিটি প্রত্যায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে তা হাস্যকর এবং এর মধ্য দিয়ে অন্য দেশগুলোর কাছে এ বার্তাই দেয়া হচ্ছে যে আমেরিকা প্রতিশ্রুতি রক্ষা করে না’। উল্লেখ্য, হিলারি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালেই ইরানের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছিল। গত বছরের নির্বাচনে অংশগ্রহণের অভিজ্ঞতা নিয়ে তিনি সম্প্রতি একটি বই লিখেছেন। ওই নির্বাচনে হিলারি ৩০ লাখ পপুলার ভোট বেশি পেলেও ইলেক্টোরাল ভোটে ট্রাম্পের কাছে হেরে যান।
×