ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আলোখেকো গ্রহ

প্রকাশিত: ০৪:৩০, ১৬ অক্টোবর ২০১৭

আলোখেকো গ্রহ

দারুণ ‘খাই খাই’ স্বভাব তার! আর কিছু খাক বা না খাক, আলো সে খাবেই! আলো খেকো এই গ্রহটির নাম ওয়াম্প-১২। এখন পর্যন্ত সাড়ে তিন হাজার ভিনগ্রহ আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে এই ওয়াম্পই কেবল গোগ্রাসে আলোক খেয়ে বেড়ায়। এমন আজব গ্রহের হদিস এর আগে কখনও মেলেনি। -এনডিটিভি। খাবারের অর্ডার ফেসবুকে এ্যাপের দৌলতে প্রায় সমস্ত পৃথিবীই এখন আমাদের হাতের মুঠোয়। দোকানে যাওয়ার সময় নেই? চিন্তার কোন কারণ নেই। এবার খাবার অর্ডার করা আরও সহজ হয়ে গেল। ফেসবুক ব্যবহার করেন নিশ্চয়ই? খিদে পেলেই ফেসবুকে খাবার অর্ডার করুন। এরকম একটি নতুন ফিচার্স নিয়ে আসছে ফেসবুক। -ম্যাশাবল অনলাইন
×