ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইয়ুথ এ্যাওয়ার্ড’

তরুণ নেতৃত্বাধীন ৫০ সংগঠন পাচ্ছে ‘জয় বাংলা

প্রকাশিত: ০৪:২৯, ১৬ অক্টোবর ২০১৭

তরুণ নেতৃত্বাধীন ৫০ সংগঠন পাচ্ছে ‘জয় বাংলা

বিশেষ প্রতিনিধি ॥ সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক আন্দোলন এবং ক্রীড়া উন্নয়নে অবদানের জন্য এবার তরুণ নেতৃত্বাধীন ৫০ সংগঠনকে ‘জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড’ প্রদান করবে সেন্টার ফর রিসার্চ এ্যান্ড ইনফর্মেশন (সিআরআই)। আগামী ২১ অক্টোবর এসব তরুণ ও তাদের প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা এবং সিআরআইয়ের চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়। রবিবার ধানম-ি ৩২ নম্বরে একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ট্রাস্টি এবং বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এসব তথ্য জানান। তিনি বলেন, এবার পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সহিংসতা ও নিষ্ঠুরতা দূরীকরণ, মাদক থেকে তরুণদের দূরে রাখার কার্যক্রমে সহায়তা করেছে। পরিচালক সাব্বির বিন শামস জানান, সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উল্টাদিকে তিন দিনের একটি সম্মেলন শেষে এ পুরস্কার প্রদান করা হবে। তিন দিনব্যাপী অনুষ্ঠিতব্য এ ক্যাম্প শুরু হবে ১৯ অক্টোবর থেকে। সংবাদ সম্মেলনে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, এ সম্মেলনে সারাদেশ থেকে তরুণরা অংশ নেবেন। পুরস্কার প্রদান অংশে উপস্থিত থেকে তাদের অনুপ্রাণিত করবেন সজীব ওয়াজেদ জয়। খোকন এ অনুষ্ঠান প্রচারে গণমাধ্যমের সহায়তা কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত নাহিম রাজ্জাক এমপি বলেন, বিভিন্ন ক্ষেত্রে তরুণদের উৎসাহ দিতে এবং সহযোগিতার কাজ করে যাচ্ছে সিআরআই। এক লাখ ২০ হাজার তরুণ ইতোমধ্যে সরাসরি এ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। তৃণমূল পর্যায়ে যারা ভাল কাজ করছেন তাদের খুঁজে বের করার কাজ চলছে।
×