ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘মানবতার কল্যাণে’ স্লোগান দিয়ে ‘স্বপ্ন নিয়ে’র যাত্রা শুরু

প্রকাশিত: ০৪:২৬, ১৬ অক্টোবর ২০১৭

‘মানবতার কল্যাণে’ স্লোগান দিয়ে ‘স্বপ্ন নিয়ে’র যাত্রা শুরু

তারুণ্য-উদ্যম-শক্তি আর মনোবল নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এলাকার পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য কাজ করার স্বেচ্ছাসেবী প্লাটফর্ম ‘স্বপ্ন’ গত শুক্রবার ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ‘মানবতার কল্যাণে’ স্লোগান নিয়ে গঠিত এই প্লাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। এ সময় আরও উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলী নকী, মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নুর তুষার, স্বপ্ন নিয়ে’র উদ্যোক্তা, আ হ ম ফয়সল, মীর তানভীর, আরাফাত হোসেন, আশরাফুল আলম হান্নান,আবদুল রশিদ, পারভেজ অনিক ও আনোয়ার পাটোয়ারীসহ আরও অনেকে। অনুষ্ঠানে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, তরুণরাই সমাজের শক্তি, তারাই সমাজে পরিবর্তন আনতে পারে। সমাজ পরিবর্তনে শিক্ষার বিকল্প নেই। আজকের এই উদ্যোগের মতো এভাবে সবাই যদি যার যার অবস্থান থেকে এগিয়ে আসে তাহলেই দেশটার চেহারা পাল্টে যাবে। -বিজ্ঞপ্তি
×