ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোহাম্মদপুরে কাপড়ের দোকানে ঢুকে নারী বিক্রয়কর্মীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী

প্রকাশিত: ০৪:২৫, ১৬ অক্টোবর ২০১৭

মোহাম্মদপুরে কাপড়ের দোকানে ঢুকে নারী বিক্রয়কর্মীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুরে কাপড়ের দোকানে ঢুকে এক নারী বিক্রয়কর্মীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। পৃথক স্থানে ট্রেন ও সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। এদিকে খিলগাঁওয়ে লিফট ছিঁড়ে তিন শ্রমিক আহত হয়েছেন। রবিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর মোহাম্মদপুরে একটি কাপড়ের দোকানের জেসমিন আক্তার টুম্পা (২৭) নামে নারী বিক্রয়কর্মীকে ছুরি মেরে হত্যা করেছে এক যুবক। তিনি রাজিয়া সুলতানা রোডে ‘নব্য’ নামে একটি কাপড়ের দোকানে বিক্রয়কর্মী ছিলেন। তিনি স্বামীর সঙ্গে মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডের এক্স ৩০ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয় সূত্র জানায়, ওই দোকানটিতে মেয়েদের থ্রি-পিস বিক্রি করা হয়। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজ উদ্দীন জানান, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ‘নব্য’ নামে ওই কাপড়ের দোকানে ঢুকে টুম্পার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে তার স্বামী। একপর্যায়ে টুম্পাকে এলোপাতাড়ি ছুরি মেরে পালিয়ে যায় তার স্বামী। এ সময় টুম্পার এক সহকর্মী রাস্তায় বেরিয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে টুম্পাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরী বিভাগে আনেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেলে পুলিশ ওই হাসপাতাল থেকে টুম্পার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পরিদর্শক (তদন্ত) হাফিজ উদ্দীন জানান, হত্যাকারী যুবককে গ্রেফতারের জন্য একাধিক পুলিশ টিম মাঠে নেমেছে। সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ॥ রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকায় দুই বাসের মাঝে চাপা পড়ে মফিজুল ইসলাম লিটন (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের বাবার নাম মনিরুল ইসলাম। নিহতের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মীরওয়ারীপুর গ্রামে। লিফট ছিঁড়ে তিন শ্রমিক গুরুতর আহত ॥ রাজধানীর খিলগাঁওয়ে লিফট ছিঁড়ে তিন শ্রমিক আহত হয়েছেন।
×