ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় আইনজীবী আহত

প্রকাশিত: ০৫:২২, ১৫ অক্টোবর ২০১৭

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় আইনজীবী আহত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ জেলা জজ আদালতের আইনজীবী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ নুর মোহম্মদ সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় পঙ্গু পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) পাঠানো হয়েছে। শনিবার সকাল নয়টার দিকে প্রকাশ্যে শহরের সোনাতলা এলাকায় দুর্বৃত্তরা এ্যাডভোকেট নুর মোহম্মদের ওপর হামলা চালায়। শেখ নুর মোহম্মদ বলেন, ৪-৫টি মোটরসাইকেলযোগে এসে ৮-৯ যুবক আমার পথরোধ করে লোহার রড, হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পেটাতে শুরু করে। বিশ্বের দীর্ঘ মানবের চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ অবশেষে অসুস্থ বিশ্বের দীর্ঘ মানব জিন্নাত আলীর দায়িত্ব নিয়েছেন রামু-কক্সবাজার সদর আসনের এমপি সাইমুম সরওয়ার কমল। দীর্ঘ মানব জিন্নাতকে নিয়ে দৈনিক জনকণ্ঠে পরপর দুটি প্রতিবেদন প্রকাশের পর সর্বত্র তোলপাড়ের পর আলোচনায় চলে আসে জিন্নাত। পরে এ বিষয়ে তার পরিবারের সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের অনুরোধে যাবতীয় দায়িত্ব এমপি কমল বুঝে নেয়ায় জিন্নাতের পরিবার হাফ ছাড়লেন দীর্ঘদিন পর। এ দীর্ঘ মানুষটির জন্য প্রথম ধাপেই অনুদান ঘোষণা করলেন ২ লাখ টাকা, একটি চাকরি ও অন্য সুযোগ-সুবিধা। ছেলেকে উদ্ধারে মায়ের আকুতি গত ৬ জুন সকালে ১৯৯/বি শেরশাহ সূরী রোড মোহাম্মদপুর বাসা থেকে আবরার আহমেদ (১২) স্কুলে যওয়ার পর আর ফিরে আসেনি। সে রাজধানী ইকবাল রোডের হলি ফ্লাওয়ার স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র। তাকে প্রলোভন দিয়ে অপহরণ করা হয়েছে বলে তার মা ফাহমিদা শায়লা অভিযোগ করেছেন মোহাম্মদপুর থানায়। মামলা নং ১। তারিখ ১/১০/২০১৭। তার মা প্রধানমন্ত্রীর নিকট তার ছেলেকে উদ্ধার ও অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। -বিজ্ঞপ্তি। নিখোঁজ সুজন হাওলাদার (২৫) গত ৪ অক্টোবর রাতে ৬৪ মধ্য মাদারটেক, থানা সবুজবাগ, ঢাকার বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। তার বাবা দুলাল হাওলাদার বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি। তার মুখের আকৃতি গোলাকার, গায়ের রং শ্যামবর্ণ, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। নিখোঁজকালে তার পরণে ছিল গেঞ্জি ও লুঙ্গি। এ ব্যাপারে সবুজবাগ থানায় জিডি করা হয়েছে। জিডি নং ৪৮০, তারিখ ১১-১০-২০১৭। সন্ধানপ্রার্থী দুলাল হাওলাদার, মোবাইল নম্বর-০১৭৪৪৮৮৪৪৪২, ০১৬৩৮৮৯২৮১৮। -বিজ্ঞপ্তি।
×