ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপসা নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:২০, ১৫ অক্টোবর ২০১৭

রূপসা নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শনিবার বিকেলে খুলনার রূপসা নদীতে ১২তম নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এই নৌকাবাইচের আয়োজন করে। বেলা আড়াইটায় ১নং কাস্টম ঘাট এলাকায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগীদের প্রতিবার নদীর একই স্থান থেকে বাইচ শুরু করে খানজাহান আলী সেতুতে (রূপসা সেতু) গিয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে নৌকাবাইচের উদ্বোধন করেন সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মাহবুব হাকিম, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল, গ্রীনফোনের সিইও মাইকেল পোলি, গ্রামীণফোন খুলনা সার্কেলের হেড মোল্লা নাফিজ ইমতিয়াজ, গ্রামীণফোনের হেড অব মার্কেটিং সোলায়মান আলম প্রমুখ। বড় গ্রুপে প্রথম কয়রার সুন্দরবন টাইগার, দ্বিতীয় তেরখাদার ভাই ভাই জলপরী ও তৃতীয় টুঙ্গিপাড়ার মা শীতলা, ছোট গ্রুপে প্রথম কয়রার সোনারতরী, দ্বিতীয় পাইকগাছার রিয়া নৌকাবাইচ ও তৃতীয় সাতক্ষীরার জয়মা কালী এবং বিশেষ গ্রুপে প্রথম গোপালগঞ্জ মা গঙ্গা (কোটালীপাড়া), দ্বিতীয় মাদারীপুরের মা দুর্গা এবং তৃতীয় গোপালগঞ্জ সোনার তরী (কোটালীপাড়া)। এর মধ্যে বড় গ্রুপে প্রথম পুরস্কার ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৬০ হাজার ও তৃতীয় পুরস্কার ৩০ হাজার টাকা। ছোট গ্রুপে প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার ও তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা।
×