ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

প্রকাশিত: ০৫:২০, ১৫ অক্টোবর ২০১৭

সিরাজগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ॥ শনিবার দুপুরে জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চকনুর বাজারে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে একটি বাড়ি ও ৪টি মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি গোলাম হায়দার শোভন ও পাঙ্গাসী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল রায়হান জয়ের সঙ্গে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত বৃহস্পতিবার শোভনের লোকজন রাসেল রায়হান জয়ের সমর্থক ছাত্রলীগ নেতা সোহাগকে ধরে মারপিট করে। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জের ধরে শনিবার উভয় গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধাওয়া, পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয়পক্ষের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাঁশখালীতে মামলা করায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ৩, আটক ১ নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৪ অক্টোবর ॥ উপজেলার কাথারিয়া ইউনিয়নের কোটপাড়া গ্রামে মামলার জের ধরে গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংঘটিত ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে অন্তত ৩ জন। গুলিবিদ্ধরা হলেন আবদুল মতলব (৩৫), হুমায়ুন কবির (৩৪), নাজিম উদ্দিন (৩৬)। এদিকে গুলিবর্ষণের ঘটনায় পুলিশ জাকের আহমদ নামে একজনকে আটক করেছে। জানা গেছে, গত ইউপি নির্বাচনের পূর্বে একই এলাকার শাহেদের গুলিতে সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন। সে ঘটনায় সাজ্জাদের ভাই হুমায়ন কবির বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ মামলা দায়েরের পর শাহেদকে আটক করে জেলহাজতে প্রেরণ করে। এদিকে মামলার জের ধরে শাহেদ গত শুক্রবার জেল হতে মুক্তি পেয়ে এলাকায় ফিরে এসে মামলার বাদী হুমায়ন কবিরকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটায়। গুলিবর্ষণের ঘটনায় মামলার বাদী হুমায়ন কবিরসহ ৩ জন গুলিবিদ্ধ হয়।
×