ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেশার টাকা না দেয়ায় দুসন্তানের জননীকে মারধর

প্রকাশিত: ০৫:১৯, ১৫ অক্টোবর ২০১৭

নেশার টাকা না দেয়ায় দুসন্তানের জননীকে মারধর

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৪ অক্টোবর ॥ নেশার টাকা না দিলেই দু’সন্তানের জননী স্ত্রী ফাতেমা বেগমের ওপর অমানুষিক নির্যাতন করে মাদকসেবী স্বামী মিলন আকন। নেশার টাকা দিতে অস্বীকার করায় বেধড়ক মারধর করেছে। পাঁচ দিন ঘরের মধ্যে আটকে রাখার পরে শুক্রবার সন্ধ্যায় আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী সদর ইউনিয়নের খলিয়ান বাসস্ট্যান্ডে। জানা গেছে, উপজেলার চলাভাঙ্গা গ্রামের মান্নান আকনের ছেলে মিলন আকনের সঙ্গে ২০১০ সালে উত্তর টিয়াখালী গ্রামের মৃত্যু দেলোয়ার হোসেনের মেয়ে ফাতেমার বিয়ে হয়। বিয়ের সময় সবজি বিক্রেতা মা হালিমা বেগম সাধ্যমতো জামাইকে যৌতুক দেয়। কিন্তু মাদকসেবী জামাতার নেশার টাকাই মুখ্য। বিয়ের পর থেকেই শাশুড়ি জামাতার নেশার টাকা জোগাড় করে দিয়ে আসছে। নেশার টাকা না দিলে মেয়ের ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। সোমবার রাতে স্বামী মিলন স্ত্রী ফাতেমার কাছে নেশার টাকা দাবি করে। এ টাকা দিতে অস্বীকার করায় লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রাখে। পরে পাঁচ দিন ঘরের মধ্যে আটকে রাখে খাবার ও চিকিৎসা দেয়নি। খবর পেয়ে হালিমা বেগম ফাতেমাকে উদ্ধার করে শুক্রবার আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। শনিবার আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, ফাতেমা শরীরের ব্যথায় কাতরাচ্ছেন। তার দু’চোখের নিচে ও নাকের উপরে আঘাতের চিহ্ন রয়েছে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার হারুন অর রশিদ বলেন ফাতেমার দু’চোখের নিচে ও নাকের উপরে আঘাতের চিহ্ন রয়েছে। তার নাক দিয়ে রক্ত ক্ষরণ হয়েছে। চট্টগ্রামের ছাত্রলীগ নেতা হত্যায় আটক এক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যাকা-ে জড়িত এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম মোক্তার হোসেন (২৫)। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর বড়পোল এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে গ্রেফতার হওয়া মোক্তার হোসেনের সঙ্গে তার ব্যক্তিগত শত্রুতা ছিল না বলে ধারণা করছে পুলিশ। প্রাথমিক তদন্তে যেটুকু তথ্য বেরিয়েছে তাতে করে পুলিশ মনে করছে, সুদীপ্তের কয়েকজন শত্রু এ খুনে মোক্তারকে ব্যবহার করেছে। শনিবার এক সংবাদ সম্মেলনে সুদীপ্ত হত্যার তদন্তে যেটুকু তথ্য মিলেছে সে সম্পর্কে অবহিত করেন নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন।
×