ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় শিশু ও ব্যবসায়ীসহ নিহত তিন

প্রকাশিত: ০৫:১৯, ১৫ অক্টোবর ২০১৭

সড়ক দুর্ঘটনায় শিশু ও ব্যবসায়ীসহ নিহত তিন

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জে শিশু, বগুড়ায় মাছ ব্যবসায়ী ও চট্টগ্রামে পথচারী নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো কিশোরগঞ্জ ॥ জেলার করিমগঞ্জে ব্যাটারিচালিত অটোরিক্সার নিচে চাপা পড়ে সুরাইয়া আক্তার (৭) নামে শিশু নিহত হয়েছে। সে উপজেলার নিয়ামতপুর মনসন্তোষ গ্রামের হযরত আলীর শিশুকন্যা। শনিবার সকালে কিশোরগঞ্জ-চামটা সড়কের মনসন্তোষ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সুরাইয়া সকাল নয়টার দিকে বাড়ির পাশের দোকান থেকে চানাচুর কিনে বাড়ি ফিরছিল। এ সময় রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারিচালিত অটোরিক্সা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। বগুড়া ॥ উপজেলায় ট্রাকও অটোরিক্সা সংঘর্ষে আব্দুল কাফী (৩২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত চালক রুবেল হোসেন আহত হয়েছেন। পুলিশ জানায়, শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের শালিখা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাটোরগামী বালু বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষ হয়। চট্টগ্রাম ॥ চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকায় টেম্পোর ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। তার নাম সঞ্জয় সাহা (৩৫)। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯টার দিকে টেম্পোর ধাক্কায় গুরুতর আহত হন সঞ্জয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু ঘটে। স্ত্রীর ঘাতক স্বামীর বাড়িতে অগ্নিসংযোগ নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১৪ অক্টোবর ॥ ফেরদৌসি বেগম (২৪) নামের এক গৃহবধূকে হত্যাকারী স্বামী আল আমিন ও তার পরিবারের সদস্যদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালনের পর এবার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। পুলিশ বিকেল সাড়ে ৪টায় ঘাতক আল আমিনের ভাই ও নানি-খালাকে আটক করেছে। জানা গেছে, আদমদীঘি উপজেলার কুন্দুগ্রাম ইউনিয়নের তিলোচ সিতাহার পাড়ার বিদ্যুত আলী খানের মেয়ে ফেরদৌসি বেগমের ৬ বছর পূর্বে একই এলাকার জয়দেবপুর পাড়ার জামাল উদ্দিন আকন্দের ছেলে আল আমিনের বিয়ে হয়। বিয়ের পর ফেরদৌসি জানতে পারে স্বামী আল আমিন পরকীয়ায় আসক্ত। সেই পরকীয়ায় বাধা দেয়ায় তাদের বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটে। এর ৫ মাস পর সমঝোতার মাধ্যমে ফের ফেরদৌসি বেগমকে বিয়ে করে আল আমিন। বিয়ের পর ফের শুরু করে নানা নির্যাতন।
×