ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:১৭, ১৫ অক্টোবর ২০১৭

ফরিদপুরে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৪ অক্টোবর ॥ ফরিদপুরের শোভারামপুর এলাকায় সোলায়মান মিয়া শিমুল (২৪) নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত শিমুল ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের ইংরেজী বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার ইসহাক মিয়ার ছেলে শিমুল। শুক্রবার রাত আটটার দিকে এই হত্যার ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, শুক্রবার রাতে শহরের শোভারামপুর বাজারে এক বন্ধুর বাড়িতে যান শিমুল। সেখানকার বাজারে ক্যারম খেলতে গিয়েছিলেন তিনি। ক্যারম খেলাকে কেন্দ্র করে সেখানকার দুই পক্ষের মধ্যে আগে থেকেই কথা-কাটাকাটি হয়েছিল। রাত আটটার দিকে স্থানীয় একটি পক্ষের লোকজন তাকে ধরে নিয়ে গিয়ে হাতুড়ি, রড ও লাঠি দিয়ে পেটাতে থাকে। পরে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত আড়াইটার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে শিমুল মারা যায়। টঙ্গীতে যুবক নিজস্ব সংবাদদাতা টঙ্গী থেকে জানান, শুক্রবার রাতে টঙ্গীর হোসেন মার্কেট মোক্তারবাড়ী রোড এলাকায় বন্ধুদের হাতে সৈকত (২৪) নামে এক যুবক খুন হয়েছে। নিহত সৈকত টঙ্গীর দত্তপাড়ার টেকবাড়ী এলাকার কবির হোসেনের ছেলে। সৈকতের মামা রাজিব জানান, বৃহস্পতিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৈকতের বন্ধু রানাকে কুপিয়ে জখম করে একদল দুর্বৃত্ত। এই মারামারি ঘটনাটি সৈকতের ওপর চাপানো হয়। রানাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রেখে শুক্রবার সকালে বাসায় আসে সৈকত। এরপর বিকেলে এরশাদনগর এলাকার ফালান নামে এক যুবক সৈকতকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এ সময় একটি মোবাইল নম্বর থেকে ফোন করে সৈকতের ব্যবহৃত মুঠোফোনটি চোরাই বলে রাতের মধ্যে থানায় জমা দিতে বলা হয়। পরে সৈকতের বন্ধু আকাশসহ মুক্তারবাড়ী এলাকার সুমন ও রব একটি মোটরবাইকে করে সৈকতকে মুক্তারবাড়ী এক্সিলেন্ট স্কুল রোডের পাশের একটি নির্মাণাধীন বাড়ির নিচে নিয়ে আসে। আগে থেকে সেখানে থাকা আরও ১০ থেকে ১৫ জন মিলে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সৈকতকে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আক্কেলপুরে মাদ্রাসার দফতরির লাশ নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, আক্কেলপুর উপজেলার আলী মামুদ পূর্ণ গোপিনাথপুর আলিম মাদ্রাসার একটি কক্ষ থেকে ওই মাদ্রাসার দফতরি শাকিল আহম্মেদ জুয়েলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার সকাল ১০টার দিকে ওই মাদ্রাসার শিক্ষকরা একটি কক্ষের তালা খুলে ফ্যানের সঙ্গে ওই প্রতিষ্ঠানের দফতরি শাকিল আহম্মেদ জুয়েলের ঝুলন্ত লাশ দেখতে পান। এরপর পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
×