ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শনিবারও রাজধানীতে মাঠে নামেনি বিএনপি

প্রকাশিত: ০৪:৫০, ১৫ অক্টোবর ২০১৭

শনিবারও রাজধানীতে মাঠে নামেনি বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচী পালন করতে শনিবারও রাজধানীতে মাঠে নামেনি বিএনপি। রাজধানীর কোথাও দলের নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচী পালন করতে দেখা যায়নি। এর আগে বুধবারও অনুরূপ কর্মসূচী পালন করতে মাঠে নামেনি দলের নেতাকর্মীরা। তবে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করেছে দেশব্যাপী তাদের কর্মসূচী পালন করতে পুলিশ বাধা দিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকাসহ রাজধানীর কোথাও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়নি। বিচ্ছিন্নভাবে কোন কোন জায়গায় নেতাকর্মীরা ঝটিকা মিছিল করার চেষ্টা করলেও পুলিশ আগমনের সংবাদ পেয়ে দ্রুত সটকে পড়ে। আইনমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন পদত্যাগ দাবি করছি ॥ রিজভী আইনমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এজন্য বিচারের মাধ্যমে আইনমন্ত্রীর চারবার সাজা হওয়া উচিত। যেহেতু আইনমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন তাই তার পদত্যাগ দাবি করছি। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিএনপি আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, মন্ত্রী হলে শপথ নিতে হয় ক্ষোভ, আক্রোশেরবশে মিথ্যা বলা যাবে না। কিন্তু আইনমন্ত্রী মিথ্যা বলেছেন। উনি বলেছেন, প্রধান বিচারপতির ক্যান্সার হয়েছে। কিন্তু প্রধান বিচারপতি বিদেশ যাওয়ার আগে বলে গেছেন তিনি সুস্থ আছেন। তিনি বলেন, দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি গুরুত্বপূর্ণ রদবদল করতে পারেন না। এটা যিনি নিয়মিত প্রধান বিচারপতি শুধুমাত্র তিনিই করতে পারেন।
×