ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শাহজালালে বিদেশী সিগারেট আটক

সদরঘাটে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ব্লু হোয়েলের পরিণতি!

প্রকাশিত: ০৪:৪৫, ১৫ অক্টোবর ২০১৭

সদরঘাটে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ব্লু হোয়েলের পরিণতি!

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সদরঘাটের একটি মার্কেটে ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে শাহজালালে আমদানি নিষিদ্ধ ২৮০ কার্টন বিদেশী সিগারেটসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। শনিবার সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর সদরঘাটের শরিফ মার্কেট এলাকায় একটি ভবন থেকে পড়ে রাকিব (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ব্লু হোয়েলের কারণে ওই যুবকের এই পরিণতি। তবে পুলিশ বলছে, এটি আত্মহত্যা। ব্লু হোয়েলের কোন আলামত নেই। এদিকে শনিবার দুপুরে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মশিউর রহমান জানান, সদরঘাটের শরিফ মার্কেট এলাকায় কোন এক ভবন থেকে পড়ে রাকিবের মৃত্যু হয়েছে। শুক্রবার গভীররাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রাস্তায় ওপর তার মরদেহ দেখতে পায়। লাশের ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ওসি জানান, কোন্ ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তা শনাক্তের চেষ্টা চলছে। তিনি জানান, দীর্ঘদিন ধরে রাকিব এলাকার একটি দোকানে চাকরি করত। তার পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। যাতে লেখণ্ড আমার মৃত্যু জন্য কেউ দায়ী নয়। এদিকে নিহত ওই যুবকের মরদেহের ছবি দিয়ে সদরঘাট এলাকার এক বাসিন্দা ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, সদরঘাট গ্রেটওয়াল শপিং সংলগ্ন একটি ছেলে ছাদ থেকে পড়ে মারা গেল। ছেলেটির হাতে বেশ কয়েকটি দাগ পাওয়া গেল। কেউ নিউজ করলে ঘটনাস্থলে আসতে পারেন। [গেম থেকে বিরত থাকুন সবাই]। তবে পুলিশ বলেছে, বিষয়টি মিথ্যে। ঘটনাটি আত্মহত্যা হলেও গেমের সঙ্গে এর কোন সম্পর্ক নেই। শাহজালালে অবৈধ সিগারেটসহ যাত্রী আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফের আমদানি নিষিদ্ধ ২৮০ কার্টন বিদেশী সিগারেটসহ বাহার উদ্দিন নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। শনিবার সকাল সাড়ে ১০টায় ইজি স্পেশাল ব্র্যান্ডের বিদেশী সিগারেটসহ তাকে আটক করা হয়। জব্দ সিগারেটের বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। আটক বাহার উদ্দিনের গ্রামের বাড়ি বিক্রমপুর-মুন্সীগঞ্জ জেলায়। ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে কলকাতা থেকে বাংলাদেশ বিমানের বিজি-০৯২ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে প্রিভেন্টিভ টিমের সদস্যরা ব্যাগেজ-বেল্টসহ গ্রীন চ্যানেলে বিশেষ নজরদারি রাখে। যাত্রী ১নং ব্যাগেজ-বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রীন চ্যানেলের স্ক্যানিং ফাঁকি দিয়ে অতিক্রম করে দ্রুত চলে যাওয়ার সময় তার গতিরোধ করা হয়। পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ৩টি লাগেজ খুলে মোট ২৮০ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেট উদ্ধার করা হয়। এ সময় যাত্রী বাহাউদ্দিনকে আটক করা হয়। আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশী সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে মামলা হয়েছে।
×