ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করতে হবে ॥ শাহরিয়ার আলম

প্রকাশিত: ০৪:৪৫, ১৫ অক্টোবর ২০১৭

আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করতে হবে ॥ শাহরিয়ার আলম

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, আওয়ামী লীগ দেশের সবচেয়ে প্রাচীন, ঐতিহ্যবাহী ও সংগঠিত রাজনৈতিক দল। অনেক সংগ্রামের পথ ধরে আজকের এ অবস্থায় এসেছে। এ দলকে আরও সুসংগঠিত করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শনিবার সন্ধ্যায় রাজশাহীর বাঘার শাহদৌল্লাহ কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সদস্য নবায়ন কর্মসূচীর উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহরিয়ার আলম বলেন, আমরা অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজ এখানে এসেছি। এখানে আসার জন্য আমাদের অনেক ত্যাগ ও কষ্ট সইতে হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক রূপরেখা তৈরি করেছেন। এ রূপরেখা মেনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, আমরা অনেক সভা, সমাবেশ ও বৈঠক করি। দলকে যুগোপযোগী করার জন্য নির্দেশিকা রয়েছে। দলের এই নির্দেশিকার মাধ্যমে আওয়ামাী লীগকে সুসংগঠিত করতে হবে। আওয়ামী লীগের চলমান সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগকে ঐতিহ্যবাহী ও প্রাচীন সংগঠন উল্লেখ করে শাহরিয়ার আলম আরও বলেন, আমরা স্বৈ^রাচার বিরোধী আন্দোলন করেছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখনও পিছু হটেনি বলেই আজ আমরা এখানে এসেছি। আগামীতেও আওয়ামী লীগকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসতে হবে। এ জন্য আপনাদের মতভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে। মানুষের বিশ^াস ও ভালবাসা অর্জন করতে হবে। সভায় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আজিজুল আলম, আড়ানী পৌর মেয়র মুক্তার হোসেন, চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল আযম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যাপক নছিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাঘা উপজেলার আড়ানী এলাকায় আফতাব ইঞ্জিনিয়ারের পুকুরপাড় থেকে রুস্তমপুর পর্যন্ত ৫২ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে ১ কিলোমিটার পাকা রাস্তার উদ্বোধন ঘোষণা করেন। এ ছাড়াও দুপুরে উপজেলার গড়গড়ি ইউনিয়নের ফাঁকা রাস্তায় তালগাছের চারা রোপণ প্রকল্প এবং গড়গড়ি ইউনিয়নের চাঁনপুর জলাশয় পরিদর্শন করেন। রাস্তা ও তালবীজ রোপণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকাকে আবারও বিজয়ী করতে হবে। বর্তমান সরকার নিরলসভাবে দেশে উন্নয়নমূলক কাজ করে চলেছে। তিনি বলেন, ৯ বছর আগে বাঘা-চারঘাটের মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে পারত না। দুটি উপজেলার অধিকাংশ রাস্তা কাঁচা ছিল। কিন্তু আমরা ক্ষমতায় আসার পর পর্যায়ক্রমে সকল রাস্তা পাকা করন করা হচ্ছে। এ সময় মন্ত্রীর সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা প্রকৌশলী মাকসুদুল হক, আড়ানী পৌর আওয়ামী লীগ সভাপতি শহীদুজ্জামান শাহীদ, সাধারণ সম্পাদক আবদুল মতিন, রাজশাহী জেলা পরিসদের সদস্য নুর মোহাম্মদ তুফান উপস্থিত ছিলেন। নিয়মিত কর দিয়ে দেশের উন্নয়নে অংশ নিন ॥ ভূমি প্রতিমন্ত্রী স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নিয়মিত কর প্রদানের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতির অংশীদার হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি বলেন, দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ব্যবসায়ীসহ সকলের নিয়মিত কর দেয়া প্রয়োজন। শনিবার সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আয়োজিত আয়কর ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী কথাগুলো বলেন। দেশের অগ্রগতিতে আয়করের অবদানের গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় সকলকে সম্পৃক্ত হতে হবে।
×