ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিজিটাল মার্কেটিংয়ের জন্য তৈরি হচ্ছে পেশাদার প্ল্যাটফর্ম

প্রকাশিত: ০৪:৪৪, ১৫ অক্টোবর ২০১৭

ডিজিটাল মার্কেটিংয়ের জন্য তৈরি হচ্ছে পেশাদার প্ল্যাটফর্ম

স্টাফ রিপোর্টার ॥ সৃজনশীল পেশাদারদের জন্য কেন্দ্রীয় প্লাটফর্ম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ২০১৪ সালে ডিজিটাল মার্কেটিংয়ের যাত্রা শুরু। তখন থেকেই এ সেক্টরটি দিন দিন অগ্রগতির দিকে যাচ্ছে। এতে পেশাদারিত্বের বিকাশ ঘটছে। তথ্যপ্রযুক্তি খাতে দেশও এগিয়ে যাচ্ছে। একটা সময় আসবে যখন মার্কেটিং ব্যবস্থা পুরোপুরি ডিজিটাল হবে। ২০১৪ সালের পর থেকে প্রতি বছর ‘ডিজিটাল মার্কেটিং সামিট’ অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও এ সামিটের আয়োজন করা হয়। এবারের সামিটের প্রতিপাদ্য বিষয় ছিল ‘কার্যক্রমের মধ্যে কৌশল’। এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে উইজার্ড এ্যাড নেটওয়ার্কস ও দি ডেইলি স্টার। শনিবার ঢাকায় হোটেল লা মেরিডিয়ানের গ্র্যান্ড বলরুমে দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হয়েছে। সামিটে ৫০টি ক্যাম্পেন এ্যাওয়ার্ড দেয়া হয়। সামিটে সাউথ এশিয়া ইউনিলিভারের মার্কেটিং ট্রান্সফর্মেশনের ডিরেক্টর জাভেদ আখতার, গুগলের সাউথ এশিয়ান ফ্রন্ট্রিয়ার মার্কেটের হেড ফারহান কুরেশী, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের চীফ ডিজিটাল অফিসার সঞ্জয় ভাগাসিয়া ও ডিসরাপ্টিয়েন্টের সিইও ও ফাউন্ডার ড্যান ক্লার্ক প্রমুখ ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিশদ আলোচনা করেন। তারা বলেন, ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়ে নতুন নতুন জ্ঞান অর্জন করে ও নিজেদের সর্বশেষ ডিজিটাল মার্কেটিংয়ের চর্চা অন্যদের সঙ্গে ভাগাভাগি করে নেয়া। তাহলে এ মার্কেটের বিকাশ আরও দ্রুত ঘটবে। উন্নত বিশ্বে ডিজিটাল মার্কেটিং একটি গ্রুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। মধ্যম সারির দেশগুলোতেও ডিজিটাল মার্কেটিং দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সচেতনতা যত বাড়বে তত এ মার্কেট জনপ্রিয়তা পাবে। তাই যারাই ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন, তাদের সবার উচিত অন্যদের সঙ্গে শেয়ার করা। এবারের সামিটে চারটি কিনোট সেশন, তিনটি প্যানেল ডিসকাশন, পাঁচটি ব্রেকআউট সেশন, দুটি কেস স্টাডি প্রেজেন্টেশন ও দুটি ইনসাইট সেশন ছিল। সামিটে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছে ডিজিটাল মার্কেটিংয়ের আরও একটি প্রতিষ্ঠান উইজার্ডস এ্যাড নেটওয়ার্কস। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম চতুর্থবারের মতো আয়োজন করেছে ডিজিটাল মার্কেটিং সামিট। ডিজিটাল মার্কেটিংয়ের ওপর ১৫ জন দেশীয় ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ বক্তব্য রাখেন। প্যানেল ডিসকাশনের আলোচ্য বিষয়গুলো ছিলÑ পরবর্তী ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেন তৈরির নির্ভুল উপায়, আমরা কি সঠিকভাবে মোবাইল এ্যাডভারটাইজিং ব্যবহার করছি ও ফলাফল পাওয়া যায় এমন কনটেন্ট তৈরি করা। এ সময় উইজার্ডস এ্যাড নেটওয়ার্কস ও পিকাবু ডটকম দুটি কেস স্টাডিজ উপস্থাপন করে। ইনসাইট সেশন দুটি নিয়েছেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অব মার্কেটিং আসিফ ইকবাল ও রবির ১০ মিনিট স্কুলের ফাউন্ডার আয়মান সাদিক। এই ইনসাইট সেশনগুলোর আলোচ্য বিষয় ছিল যথাক্রমে ‘কেন সঙ্গীত ব্র্যান্ডগুলোর জন্য পরবর্তী প্লাটফর্ম হতে পারে’ ও ‘টেকনিক্যালিটি ও বুস্টিং ছাড়া ডিজিটাল মার্কেটিং হ্যাকস’। এছাড়াও পাঁচটি ব্রেকআউট সেশনে অংশগ্রহণকারীদের আরও ছোট গ্রুপে ভাগ করে নেয়া হয়, যাতে তারা আরও ভালভাবে জানতে আলোচনা করতে পারে। ব্রেকআউট সেশনগুলোর পরিবেশনায় ছিল ওমেন ইন লিডারশিপ, বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরাম, উইজার্ডস এ্যাড নেটওয়ার্কস, এটুআই ও দি ডেইলি স্টার। ওমেন ইন লিডারশিপের ব্রেকআউট সেশনে ‘ওয়ান্ডার অব টেকনোলজি ফর ওমেন লিডারশিপ’র মূল বিষয় ছিল ডিজিটাল মিডিয়া ও অনলাইন প্লাটর্ফমের মাধ্যমে নারীর ক্ষমতায়ন। বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরামের ব্রেকআউট সেশন ‘লেভারেজিং ক্রিয়েটিভিটি থ্রু টেকনোলজি’র মূল বিষয় ছিল সৃজনশীল পেশাদার ব্যক্তিরা ডিজিটাল প্লাটর্ফম ব্যবহার করে কিভাবে তাদের দক্ষতা ও কাজকে প্রচার করতে পারেন। দি ডেইলি স্টারের ব্রেকআউট সেশনের মূল বিষয় ছিল পরবর্তী মিডিয়া ডিস্ট্রিবিউশনের প্লাটফর্ম হিসেবে মেসেঞ্জার বট ব্যবহার করা। এটুআইয়ের ব্রেকআউট সেশনের মূল বিষয় ছিল দেশের ৬৪টি জেলার গল্প দেশবাসীর কাছে নিয়ে যাওয়া। দিনব্যাপী সামিট শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় প্রথম ডিজিটাল মার্কেটিং এ্যাওয়ার্ড প্রদান। ২০১৬ সালের সবচেয়ে সফল ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেনগুলোকে ১৩টি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে। এ্যাওয়ার্ডগুলো তিনটি র‌্যাঙ্কে দেয়া হয়। গ্র্যান্ড প্রি, গোল্ড এবং সিলভার এই র‌্যাঙ্কে। সব মিলিয়ে ৫০টি ক্যাম্পেনকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে ১২টি ছিল গ্র্যান্ড প্রি, ২২টি ছিল গোল্ড এবং ১৬টি ছিল সিলভার পুরস্কার। সেরা ইন্টিগ্রেটেড ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেন ক্যাটাগরিতে সর্বোচ্চ সম্মানজনক র‌্যাঙ্ক- গ্র্যান্ড প্রি পেয়েছে আয়নাবাজি দ্য মুভি, যেটির এজেন্সি ছিল মেলোনেডস। সামিটে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, উইজার্ড এ্যাড নেটওয়ার্কস ও দি ডেইলি স্টার বিশেষ পৃষ্ঠপোষকতা করে। সহযোগিতায় ছিলÑ র‌্যাংগস তোশিবা, এ্যাডপ্লে, ইভেন্ট পার্টনার লা মেরিডিয়ান ঢাকা, আইটি পার্টনার আমরা টেকনোলজিস, নলেজ পার্টনার মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি), টিভি পার্টনার একাত্তর টিভি, রেডিও পার্টনার রেডিও টুডে, পিআর পার্টনার মাস্টহেড, লাইফস্টাইল পার্টনার এ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস, ডিজিটাল পার্টনার মেলোনেডস এবং অনলাইন মিডিয়া পার্টনার বিডিনিউজ টুয়েনটিফোর ডটকম।
×