ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে ব্লু হোয়েলের ফাঁদে পড়ে কলেজ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ

প্রকাশিত: ০৪:২৪, ১৫ অক্টোবর ২০১৭

বরিশালে ব্লু হোয়েলের ফাঁদে পড়ে কলেজ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মরণ নেশা অনলাইন গেম ‘ব্লু হোয়েল’ গেমের ফাঁদে পড়ে সদর উপজেলার তালতলী বাজার এলাকার এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার মধ্যরাতে নিজের শয়নকক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শ্রাবণী মল্লিক (১৭) নামের ওই ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই এলাকার মামুন মল্লিকের কন্যা ও বরিশাল সরকারী মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। ভৈরবে ব্লুু হোয়েলে আসক্ত কিশোরের আত্মহত্যার চেষ্টা ॥ নিজস্ব সংবাদদাতা, ভৈরব থেকে জানান, ভৈরবের কালিপুর এলাকায় ব্লু হোয়েল গেমসে আসক্ত রোমান নামের এক কিশোর ব্লেড দিয়ে নিজের শরীর ক্ষতবিক্ষত করে শনিবার সন্ধ্যায় আত্মহত্যার চেষ্টা চালায়। পরে স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করেন। আহত রোমান ওই এলাকার খোকন মিয়ার ছেলে। সে জেড রহমান স্কুল এ্যান্ড কলেজের এইচএসসির ১ম বর্ষের ছাত্র। ডাক্তার ও স্বজনরা জানায়, সে কয়েক মাস ধরে ব্লু হোয়েল গেমসে আসক্ত হয়। টিভিতে খবর শুনে তারা সচেতন হোন এবং তার ওপর তারা নজর রাখতে শুরু করেন। বিকেলে সে এ ঘটনা ঘটানোর পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।
×