ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরিশালে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ২০ ॥ আটক ৮

প্রকাশিত: ০৪:১৯, ১৫ অক্টোবর ২০১৭

বরিশালে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ২০ ॥ আটক ৮

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীতে বিএনপির বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। শনিবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সদর রোডে এ ঘটনায় বিএনপির ২০ নেতাকর্মী আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ আট নেতাকর্মীকে আটক করেছে। ঘটনার সময় বিএনপির বিক্ষুব্ধ কর্মীরা দুটি অটোরিক্সা ভাংচুর করেছে। জানা গেছে, নগরীর দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি এবং একই সময়ে পাশের অশ্বিনী কুমার টাউন হলের সামনে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ চলছিল। এসময় মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর মীর জাহিদুল করিমের নেতৃত্বে একটি মিছিল টাউন হলের সামনে এলে পুলিশ বাধা দেয়। এসময় দলীয় কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির একপর্যায়ে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ঘটনার সময় ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর মীর জাহিদুল করিম ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান পিন্টুকে আটক করলে টাউন হলের সামনে জেলা বিএনপির সমাবেশের নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। এসময় দ্বিতীয় দফায় পুলিশ লাঠিচার্জ করে জেলা বিএনপির সমাবেশ প- করে দেয়। এরপর বিএনপির নেতাকর্মীরা বাঁশ ও ইট-পাটকেল নিয়ে পুলিশের ওপর হামলা চালালে পুলিশ পাকড়াও করে বিএনপির আট নেতাকর্মীকে। পুলিশের লাঠিচার্জে বিএনপির ২০ নেতাকর্মী আহত হয়। রাজশাহীতে বিক্ষোভ মিছিল পন্ড ॥ স্টাফ রিপোর্টার জানান, দু’দফা পুলিশের বাধায় রাজশাহীতে বিএনপির বিক্ষোভ মিছিল পন্ড হয়ে গেছে। এসময় উত্তেজনা সৃষ্টি হলেও বিএনপি নেতারা পরিস্থিতি এড়াতে সড়ক থেকে সরে এসে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে শনিবার দুপুরে নগরের মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল মহানগর বিএনপি। প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর লোকনাথ স্কুল মোড় থেকে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। তারা সোনাদীঘি মোড় হয়ে দলীয় কার্যালয়ের সামনে যাওয়ার সময় ভুবন মোহন পার্ক মোড়ে পুলিশ ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বাধা দেয়। এতে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় বিএনপির নেতারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ছাত্রদল নেতাকর্মীদের সরিয়ে নেয়। গাইবান্ধায় গ্রেফতার ৬ ॥ নিজস্ব সংবাদদাতা জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাতিল ও গাইবান্ধায় বিএনপির সভাপতিসহ অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার গাইবান্ধা কাচারি মোড়ে পথসভা এবং তাৎক্ষণিক মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। গাইবান্ধা জেলা বিএনপি এই মিছিল ও সমাবেশের আয়োজন করে। এদিকে গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। অপরদিকে সাদুল্যাপুর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামছুল হাসান শামছুলের মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে এবং ৬ নেতাকর্মীকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলো আব্দুর রহিম, শাহীন আল পারভেজ, আমিনুর রহমান মিলন, কাফি মিয়া, জামিউল ইসলাম, সন্দীপ। ব্রাহ্মণবাড়িয়ায় মিছিলে বাধা ॥ স্টাফ রিপোর্টার জানান, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির মিছিলকালে পুলিশ বাধা দেয়। শনিবার দুপুরে শহরের পাওয়ার হাউস রোড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়কে আসার সময় পুলিশ মিছিলটি আটকে দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে শহরে আসতে চাইলে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবির হোসেন গুলির বিষয়টি অস্বীকার করেন। না’গঞ্জে যুবদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ ॥ নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জানান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীর দেওভোগ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলে পুলিশের লাঠিচার্জে ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন যুবদল নেতারা। জানা গেছে, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে জেলা যুবদলের নেতাকর্মীরা নগরীর দেওভোগ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসলে পুলিশ বাধা দেয়। এ সময় যুবদল নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে মিছিলের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে। পুুলিশের লাঠিচার্জে জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন, যুবদল নেতা জুম্মন সরকার, ইসমাইল খান, মনির হোসেন, জহির আহমেদ, মাসুম, জাকির, হাজী লিটন সহ ১০ জন আহত হয়।
×