ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাকায় আইএসের সঙ্গে যুদ্ধ ‘শেষের পথে’

প্রকাশিত: ০৪:১৬, ১৫ অক্টোবর ২০১৭

রাকায় আইএসের সঙ্গে যুদ্ধ ‘শেষের পথে’

সিরিয়ার ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রিত শহর রাকায় অনেকগুলো বাস প্রবেশ করায় সেখানে যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে ধারণা করছেন দেশটির সরকার বিরোধী আন্দোলনকারীরা। শুক্রবার রাতভর বেশ কিছু যাত্রীবাহী বাস আইএসের রাজধানী বলে কথিত শহরটিতে প্রবেশ করতে দেখা গেছে বলে শনিবার জানিয়েছেন অনেকেই। ইয়াহু নিউজ। ‘নীরবে নিহত হচ্ছে রাকা’ নামের আন্দোলনকারীদের একটি গোষ্ঠী তাদের ফেসবুক পেজে জানায়, কেন বাসগুলো সেখানে তা তাদের জানা নেই, তবে তারা শুক্রবার রাতে রাকার উত্তরের গ্রামাঞ্চল থেকে বাসগুলোকে রাকা শহরের দিকে যেতে দেখেছেন। ছয় বছরেরও বেশি সময় ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে কোন যুদ্ধকবলিত এলাকায় বাস আগমনের ঘটনায় লোকজনকে সরিয়ে নেয়া শুরু হবে এমনটিই ইঙ্গিত করে। রাকায় নিজেদের শেষ অবস্থানে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের (এসডিএফ) ঘেরাওয়ের মধ্যে পড়ে গিয়েছিল আইএসের জঙ্গীরা। কুর্দী ও আরব বেসামরিক বাহিনীগুলোর জোট এসডিএফ ওই এলাকা থেকে আইএস জঙ্গীদের হটিয়ে দেয়ার একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছিল বলে জানা গেছে। ঘটনার বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে এসডিএফের সঙ্গে যোগাযোগ করা যায়নি। আগস্টে লেবানন-সিরিয়ার সীমান্ত এলাকার অবরুদ্ধ আইএস যোদ্ধারা ওই এলাকা ছেড়ে সরে যেতে রাজি হওয়ার পর বাসযোগে তাদের অন্য এলাকায় চলে যাওয়ার সুযোগ দেয়া হয়েছিল। সিরিয়ায় নিজেদের নিয়ন্ত্রিত কোন এলাকা ছেড়ে যেতে ওই প্রথম প্রকাশ্যে রাজি হয়েছিল গোষ্ঠীটির জঙ্গীরা। আইএস নিয়ন্ত্রিত এলাকাগুলোর দিকে এসডিএফভুক্ত বাহিনীগুলো এগিয়ে যাওয়ার সময় ওইসব এলাকার বেসামরিক লোকজন বিপদসঙ্কুল পথে এলাকা ছেড়ে যাওয়া শুরু করেছিল। লড়াইয়ের এলাকাগুলো থেকে তাদের সরিয়ে নিতে তারা যানবাহন দিয়ে সহায়তা করেছে বলে জানিয়েছে এসডিএফ। ২০১৪ সালে আইএস জঙ্গীরা রাকা দখল করে নিয়েছিল। তারপর থেকে শহরটিকে তাদের নিয়ন্ত্রিত এলাকার রাজধানী হিসেবে ব্যবহার করে আসছিল গোষ্ঠীটি।
×