ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বাধীনতা ঘোষণার জন্য কাতালান নেতার ওপর চাপ বাড়ছে

প্রকাশিত: ০৪:১৫, ১৫ অক্টোবর ২০১৭

স্বাধীনতা ঘোষণার জন্য কাতালান নেতার ওপর চাপ বাড়ছে

স্পেনের কাতালোনিয়া অঞ্চলের স্বায়ত্তশাসন বাতিল করে কেন্দ্রীয় শাসন চাপিয়ে দেয়ার যে হুমকি স্প্যানিশ সরকার দিয়েছে তা উপেক্ষা করে পুরোমাত্রায় স্বাধীনতার ঘোষণা দিতে আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট কার্লোস পুজদামনের ওপর চাপ বাড়ছে। শুক্রবার কট্টর বামপন্থী দল সিইউপি মাদ্রিদের দেয়া সময়সীমা প্রত্যাখ্যান করতে পুজদামনের প্রতি আহ্বান জানিয়েছে। খবর টেলিগ্রাফ অনলাইনের। কাতালান পার্লামেন্টের ৩৫ আসনের সিইউপির দখলে মাত্র ১০টি আস। তারপরও বিভিন্ন আইন প্রণয়নে পুজদামনকে তাদের সমর্থনের ওপর নির্ভর করতে হয়। সিইউপির সমর্থন ছাড়া পার্লামেন্টে পুজদামনের সংখ্যালঘু দলের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা সম্ভব নয়। গত ১ অক্টোবর অনুষ্ঠিত গণভোটে স্বাধীনতার পক্ষে ৯০ শতাংশ ভোট পাওয়ার পর পার্লামেন্ট অধিবেশনে মঙ্গলবার ভাষণ দেন পুজদামন। ভাষণে কাতালান আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট স্বাধীনতার পক্ষে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেন ও মাদ্রিদের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে ঘোষণার কার্যকারিতা স্থগিত রাখেন। এদিকে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় কাতালানদের ঘোষণা প্রত্যাখ্যান করে তারা স্বাধীনতা ঘোষণা করেছে কি না তা স্পষ্ট করতে আঞ্চলিক সরকারকে ৮ দিনের সময় দেন। পাশাপাশি স্পেন থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করলে কাতালোনিয়ার ওপর মাদ্রিদের সরাসরি শাসন চাপিয়ে দেয়ারও হুমকি দেন। পুজদামন ও তার সঙ্গীরা এখন রাজয়ের হুমকির জবাবে কাজ করছেন বলে কাতালান আঞ্চলিক সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে। যদিও পুজদামন কোন পথে হাঁটতে চাইছেন তা বলতে রাজি হননি তিনি। এর মধ্যেই শুক্রবার সিইউপি পুজদামনকে মাদ্রিদের বেঁধে দেয়া সময়সীমা উপেক্ষা করে স্বাধীনতার দ্ব্যর্থহীন ঘোষণা দেয়ার আহ্বান জানিয়েছে। সিইউপি বলেছে, যদি মাদ্রিদের কেন্দ্রীয় সরকার আমাদের ধারাবাহিকভাবে হুমকি দিতে ও কণ্ঠরোধ করতে চায়, তাহলে ইতোমধ্যেই যে প্রজাতন্ত্রের দাবি করা হয়েছে তার বিরুদ্ধেই তাদের সেগুলো করা উচিত। বৃহস্পতিবার রাতে স্বাধীনতাপন্থী প্রভাবশালী নাগরিক গোষ্ঠী এ্যাসেম্বলি ন্যাশনাল কাতালানার দেয়া বিবৃতিতেও ছিল একই সুর। বিবৃতিতে তারা বলে, আলোচনার বিষয়ে স্পেন সরকারের অবস্থান যেহেতু নেতিবাচক, তাই আমরা আঞ্চলিক পার্লামেন্টকে স্থগিতাদেশ উঠিয়ে নেয়ার অনুরোধ করতে পারি (স্বাধীনতার ঘোষণা কার্যকরের ব্যাপারে)। পুজদামনের দলের নেতা আতুর মাসের মত ভিন্ন। তিনি বলেন, একটি রাষ্ট্র যদি স্বাধীনতা ঘোষণা করেও সে অনুযায়ী কাজ না করতে পারে, তাহলে সেই স্বাধীনতা কেবল আনুষ্ঠানিকতাই হবে। টেলিভিশন চ্যানেল টিভি থ্রিকে দেয়া এক সাক্ষাতকারে আঞ্চলিক সরকারের সাবেক প্রেসিডেন্ট থাকা মাস জানান, সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বাইরের শক্তিগুলোর অবস্থানও বিচার করতে হবে।
×