ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ

প্রকাশিত: ০৪:০৮, ১৫ অক্টোবর ২০১৭

শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১৪ অক্টোবর ॥ গুণগত শিক্ষার মান উন্নয়ন ও ঝরে পড়া রোধে কচুয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার কচুয়া উপজেলার মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রাজিব আহমেদ রাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য রওনক আরা রত্না, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ, প্রধান শিক্ষক মামুনুর রশীদ, সদস্য ডাঃ গিয়াস উদ্দিন প্রমুখ। সার ও বীজ বিতরণ নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ১৪ অক্টোবর ॥ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত এ অনুষ্ঠানে সম্প্রতি বন্যা ও অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের খরিপ মৌসুমে মাষকালাই, রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, চীনা বাদাম, বিটি বেগুন এবং খরিপ মৌসুমে মুগডাল ও তিল উৎপাদনে কৃষি প্রণোদনা কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ করা হয়। ইউএনও শেহেলী লায়লার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ হাসিবুর রহমান স্বপন।
×