ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবশেষে বগুড়ায় ৫০ কোটি টাকার সম্পত্তি দখলমুক্ত

প্রকাশিত: ০৪:০৫, ১৫ অক্টোবর ২০১৭

অবশেষে বগুড়ায় ৫০ কোটি টাকার সম্পত্তি দখলমুক্ত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার প্রাণকেন্দ্র শহরের সাতমাথা সংলগ্ন এলাকায় মধ্যরাতে প্রায় অর্ধশত কোটি টাকার সম্পত্তি অবৈধ দখল হওয়ার এক দিন পর জেলা প্রশাসন শনিবার দুপুরে তা উচ্ছেদ করেছে। জেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে দখল করা জায়গাটি অর্পিত সম্পত্তি। অবৈধ দখল উচ্ছেদ করে তা সরকারী সম্পত্তি হিসেবে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নেয়া হয়েছে। মূল্যবান সম্পত্তিটি রাতের আঁধারে দখলের পর থেকে তা শহরের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছিল। দখলের ঘটনা নিয়ে দৈনিক জনকণ্ঠে প্রতিবেদন প্রকাশ হয়। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ওই জায়াগাটি মারোয়ারি ধর্মশালার নামে দখল করে স্টিল সিট ও এ্যাঙ্গেলের প্রাচীর দিয়ে ঘিরে ফেলে দখল করা হয়েছিল। প্রায় ২২ শতক পরিমাণ ওই জায়াগায় রূপালী ব্যাংক বগুড়ার আঞ্চলিক কার্যালয়সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ছিল। যদিও ধর্মশালার পক্ষ থেকে ইতোপূর্বে ২৮ শতক জায়গা দাবি করা হয়েছিল। মধ্যরাতে হঠাৎ করে শতাধিক লোকজন নিয়ে ওই জায়গা দখলের কারণে রূপালী ব্যাংক অবরুদ্ধ হয়ে পড়ে। শনিবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিরুল ইসলামের নেতৃত্বে ও সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসান রুমি’র উপস্থিতিতে জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান শুরু করে।
×