ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

প্রকাশিত: ০৪:০৫, ১৫ অক্টোবর ২০১৭

বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে উপজেলার ১০ জন ইউপি চেয়ারম্যান ও এক উপজেলা ভাইস চেয়ারম্যান। লিখিতভাবে অনাস্থা প্রস্তাবটি রংপুর বিভাগীয় কমিশনার বরাবরে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যানগণ বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন। অভিযুক্ত আমিনুল ইসলাম ওই আসনের সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। এ সময় উপজেলার শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জনক চন্দ্র অধিকারী, শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান কেএম কুতুব উদ্দিন, পাল্টাপুর ইউনিয়ন চেয়ারম্যান তছলিমুল আলম, সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়, নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক সরকার, মাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল চন্দ্র দেব শর্মা, ভোগনগর ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান পান্না, সাতোর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিদুল হক ও মরিচা ইউনিয়নের চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। আমিনুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অংশ নেয়া অধিকাংশ ইউপি চেয়ারম্যান জামায়াত-বিএনপির মনোনয়নে নির্বাচিত হয়েছেন। রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে কোন কারণ ছাড়াই এ ধরনের সংবাদ সম্মেলন করেছেন। রূপগঞ্জে শিক্ষা বিষয়ক কর্মশালা নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৪ অক্টোবর ॥ শিক্ষা হোক মানবতা রক্ষার আলোক-বলয় এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষাব্রতে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে উদ্বুদ্ধকরণ ও পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার এখলাছনগর এলাকার হাজী এখলাছ উদ্দিন ভুইয়া স্কুল এ্যান্ড কলেজ অডিটরিয়ামে এ কর্মশাল অনুষ্ঠিত হয়।
×