ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাউথইস্ট ভার্সিটিতে নবীনবরণ

প্রকাশিত: ০৪:০৪, ১৫ অক্টোবর ২০১৭

সাউথইস্ট ভার্সিটিতে নবীনবরণ

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএ (সান্ধ্যকালীন) প্রোগ্রামে ফল সেমিস্টার ২০১৭-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ গত বুধবার বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সেমিনার হল বনানীতে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্র্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হাফিজ জিএ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সদস্য এম কামালউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফকরুদ্দীন আহমেদ, এসপিপি, পিএসসি (অব)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্টের উপদেষ্টা অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম, স্কুল অব আর্টস এ্যান্ড সোস্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. আব্দুল হাকিম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও নবাগত ছাত্রছাত্রীবৃন্দ। বিজ্ঞপ্তি কিশোরগঞ্জ শহর যানজটমুক্ত করার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৪ অক্টোবর ॥ সুপরিসর রাস্তা ও যানজটমুক্ত শহরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের কালীবাড়ি মোড়ে পরিবেশ রক্ষা মঞ্চ (পরম) ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যৌথ উদ্যোগে আয়োজিত ঘণ্টাব্যাপী এ কর্মসূচীতে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণী- পেশার লোকজন অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন পরম’র সভাপতি অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, বাপা-জেলা সভাপতি প্রফেসর “রবীন্দ্রনাথ চৌধুরী, সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম জুয়েল, অধ্যাপক এম এ গনি, ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান প্রমুখ। বক্তারা বলেন, শহরকে যানজট মুক্ত করতে হলে যত্রতত্র সিএনজি ও অটোস্ট্যান্ড শহরের প্রবেশমুখে রাখতে হবে, ফুটপাথে অবৈধভাবে কেউ দোকানপাট বসাতে পারবে না, রাস্তার দু’পাশ বৃদ্ধি করে দুই লেনের রাস্তা তৈরি করতে হবে। দিনাজপুরে বিদ্যুত স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিরল উপজেলা পল্লীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে কৃষক তুলশী নিহত ও ৩ জন আহত হয়েছে। শনিবার দুপুর ১২টায় বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের গড়বাড়ী এলাকায় কান্তি রায়ের পুত্র তুলশী রায় তার বাড়ির উপরে ঝুলে থাকা বিদ্যুৎ এর তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। নিহত তুলশীকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী জ্যোস্না রানী, পুত্র মধুসূদন ও ভাতিজা দীপ্ত চন্দ্র রায় গুরুতর আহত হয়। আহত ৩ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×