ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নোবেলজয়ী লেখককে নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘নিসর্গ ও নক্ষত্র’

প্রকাশিত: ০৩:৫২, ১৫ অক্টোবর ২০১৭

নোবেলজয়ী লেখককে নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘নিসর্গ ও নক্ষত্র’

সংস্কৃতি ডেস্ক ॥ বিশ্বসাহিত্য বিষয়ক বিটিভির নিয়মিত অনুষ্ঠান ‘নিসর্গ ও নক্ষত্র’-এর এবারের পর্বটি সাজানো হয়েছে সদ্য নোবেলজয়ী মহান লেখক কাজুও ইশিগুরোকে নিয়ে। আজ বেলা ২-৪০ মিনিটে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার। এছাড়া আগামীকাল সন্ধ্যায় বিটিভি ওয়ার্ল্ডে পুনঃপ্রচার হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ঈমাম হোসাইন। অনুষ্ঠানটি পরিকল্পনা গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন কবি মারুফ রায়হান। অনুষ্ঠানে থাকছে লেখকের একটি সাক্ষাৎকারের চুম্বক অংশ যা বাংলায় উপস্থাপন করা হবে। লেখকের সাহিত্যকর্ম সম্পর্কে আলাপচারিতায় অংশ নিয়েছেন কথাসাহিত্যিক ফয়জুল ইসলাম। ইশিগুরোর বুকার পুরস্কারপ্রাপ্ত উপন্যাস ‘দ্য রিমেইন্স অব দ্য ডে’ নিয়ে নির্মিত চলচ্চিত্রের অংশবিশেষ বাংলা সাবটাইটেলে দেখানো হবে। বাংলা লিরিকসহ পরিবেশিত হবে লেখকের আরেকটি উপন্যাস ‘নেভার লেট মি গো’ অবলম্বনে তৈরি সিনেমার গান। এছাড়াও থাকছে নোবেলজয়ী এ লেখকের গল্প থেকে পাঠ। নোবেলের ইতিহাসে এ পর্যন্ত যে ১১৪ সাহিত্যিককে নোবেল পুরস্কারের বিরল সম্মানে ভূষিত করা হয়েছে তাদের সারিতে উঠতে পারাটা গর্বের। নোবেল প্রদানের ঘোষণায় সুইডেনের নোবেল কমিটি ইশিগুরোর উপন্যাসের ‘প্রবল আবেগময় শক্তি’ ও ‘জগতের সঙ্গে সম্পর্ক নির্মাণে আমাদের যে ইন্দ্রিয়জ বিভ্রান্তি জন্মে তার সুগভীরতা’ তুলে ধরার প্রশংসা করেন। নাগাসাকিতে জন্মগ্রহণ করলেও ইশিগুরোর স্মৃতিতে ততটা জাপান নেই, তিনি বেড়ে উঠেছেন ইংল্যান্ডে, পড়াশোনাও সেখানেই, কিন্তু তার প্রথম দুটি উপন্যাসের পটভূমি জাপান। তবে যে দুটি উপন্যাস তাকে প্রথম আন্তর্জাতিক খ্যাতি এনে দেয় সেই ‘দ্য রিমেইন্স অব দ্য ডে’ দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাধার আগের বছরগুলোতে এক ইংরেজ লর্ডের সেবায় নিবেদিত এক ধোপদুরস্ত বাটলার বা খানসামার কাহিনী। দ্বিতীয় যে উপন্যাস, যা নিয়ে নির্মিত হয়েছে সাড়া জাগানো চলচ্চিত্র ‘নেভার লেট মি গো’ এক কল্পিত ব্রিটিশ বোর্ডিং স্কুলের নেতিবাচক পরিবেশে গড়ে ওঠা বেদনাময় ভালবাসার আখ্যান। ইশিগুরোর বয়স এখন ৬২ বছর, তার প্রকাশিত উপন্যাসের সংখ্যা মাত্র সাত।
×