ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লন্ডন চলচ্চিত্র উৎসবে ফেরদৌসের ‘বৃহন্নলা’

প্রকাশিত: ০৩:৫১, ১৫ অক্টোবর ২০১৭

লন্ডন চলচ্চিত্র উৎসবে ফেরদৌসের ‘বৃহন্নলা’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ এবং বাংলাদেশের চলচ্চিত্রকে প্রতিনিধিত্ব করতে এবার লন্ডনে গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক ফেরদৌস। লন্ডনের করোয়াইতে শুরু হচ্ছে সাতদিনব্যাপী চলচ্চিত্র উৎসব। এই উৎসবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক ফেরদৌসকে নিমন্ত্রণ করা হয়েছে। গত শুক্রবার সকালের ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন। উৎসবের শুরু দিনে উপস্থিত থাকবেন ফেরদৌস। উৎসবের শুরুর দিন চিত্রনায়ক ফেরদৌস অভিনীত মুরাদ পারভেজ পরিচালিত ‘বৃহন্নলা’ চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে। চলচ্চিত্র প্রদর্শনী শেষে সেখানে দর্শক এবং সাংবাদিকদের প্রশ্ন উত্তর পর্বে অংশ নেবেন ফেরদৌস। এই চলচ্চিত্র উৎসবে প্রতি বছর একটি দেশকে, সেই দেশের সংস্কৃতিসহ নানা বিষয়ে দর্শকের সামনে বিশেষভাবে উপস্থাপন করা হয়। এবার এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ এবং এর সংস্কৃতিসহ আরও নানা বিষয় তুলে ধরা হবে। উৎসবে অংশ নেয়া প্রসঙ্গে ফেরদৌস বলেন, নিঃসন্দেহে এই উৎসবে অংশগ্রহণ করা আমার জন্য গর্বের বিষয়। কারণ লন্ডনের মতো একটি স্থানে আমি বাংলাদেশের এবং বাংলাদেশের চলচ্চিত্রের একজন হয়ে প্রতিনিধিত্ব করছি। এটা অনেক ভাললাগারও বিষয়। যারা আমাকে এই উৎসবে নিমন্ত্রণ করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। নিজের দেশকে এই চলচ্চিত্র উৎসবে আমি উপস্থাপন করবÑ এটাই অনেক ভাললাগা তৈরি করছে প্রতি মুহূর্তে মনের ভেতর। আগামী ১৭ অক্টোবর ফেরদৌস দেশে ফিরবেন। দেশে ফিরে তিনি একে সোহেল পরিচালিত ‘পবিত্র ভালবাসা’ চলচ্চিত্রের শূটিংয়ের কাজ শেষ করবেন। এতে তার বিপরীতে আছেন প্রিয়দর্শিনী মৌসুমী। এদিকে মুক্তির অপেক্ষায় আছে ফেরদৌস প্রযোজিত চলচ্চিত্র ‘পোস্টমাস্টার ৭১’। এর আগে তিনি ‘এক কাপ চা’ চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন। এটি নির্মাণ করেছিলেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। এতেও তার বিপরীতে ছিলেন মৌসুমী। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা। গেলো সপ্তাহে ফেরদৌস অস্ট্রেলিয়া থেকে একটি রিয়েলিটি শোর বিচারকের কাজ শেষ করে ঢাকায় ফিরেছেন। বাসু চ্যাটার্জির ‘হঠাৎ বৃষ্টি’, সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘গঙ্গাযাত্রা’, মুশফিকুর রহমান গুলজারের ‘কুসুম কুসুম প্রেম’ এবং নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘এক কাপ চা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সর্বোচ্চ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন ফেরদৌস। ফেরদৌস অভিনীত একমাত্র হিন্দি চলচ্চিত্র ‘মিট্টি’ ২০০১ সালে মুক্তি পায়। শুধু বাংলাদেশেই নয় কলকাতাতেও ফেরদৌস চলচ্চিত্রে অভিনয় করছেন নিয়মিত।
×