ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওড়িশি নৃত্যসন্ধ্যা ২০ অক্টোবর

প্রকাশিত: ০৩:৫০, ১৫ অক্টোবর ২০১৭

ওড়িশি নৃত্যসন্ধ্যা ২০ অক্টোবর

স্টাফ রিপোর্টার ॥ ওড়িশি এ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের আয়োজনে আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হচ্ছে ‘ওড়িশি নৃত্যকলা’। ওইদিন সন্ধ্যা ৬টায় এ আয়োজনের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন চট্টগ্রামের ভারতীয় সহকারী দূতাবাসের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী। প্রতিষ্ঠানটির নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া জানান, ওড়িশী নৃত্যকলা সন্ধ্যায় প্রশিক্ষিত ৫৫ নৃত্যশিল্পী অংশ নেবেন। নৃত্য ভাবনা, নৃত্য নির্মিত ও পরিচালনা করবেন প্রমা অবন্তী। পাশাপাশি দর্শকরা উপভোগ করতে পারবেন ‘ওড়িশী নৃত্যকলা পরিক্রমা’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী। তিনি বলেন, প্রতিষ্ঠানটির ষষ্ঠদশ বর্ষপূর্তি উপলক্ষে গত ৮ ও ৯ এপ্রিল ঢাকা শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ২ দিনব্যাপী নৃত্যোৎসবের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় (দ্বিতীয় পর্যায়-চট্টগ্রাম) ওড়িশি নৃত্যকলা সন্ধ্যার আয়োজন করা হয়েছে। নৃত্যোৎসবের দ্বিতীয় পর্যায়ে এবার দেশের কয়েকজন ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হবে। এরা হলেন নৃত্যগুর শৈবাল সেন রূপক, বার্জার বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মিসেস রূপালী চৌধুরী, চিত্রশিল্পী খালিদ আহসান ও সাংবাদিক ওমর কায়সার। সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠানের সভাপতি ড. অনুপম সেন।
×