ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জেএমআই সিরিঞ্জ মুনাফার ৪৪ শতাংশ লভ্যাংশ দিল

প্রকাশিত: ০৩:৩২, ১৫ অক্টোবর ২০১৭

জেএমআই সিরিঞ্জ মুনাফার ৪৪ শতাংশ লভ্যাংশ দিল

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জ এ্যান্ড মেডিক্যাল ডিভাইসের ২০১৬-১৭ অর্থবছরের মুনাফার ৫৬ শতাংশই রিজার্ভে যাচ্ছে। বাকি ৪৪ শতাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে লভ্যাংশ আকারে বিতরণ করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির ২০১৬-১৭ অর্থবছরে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.৭৮ টাকা। এর বিপরীতে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ শতাংশ হারে প্রতিটি শেয়ারে ৩ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। এ হিসাবে মুনাফার ৪৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যাতে বাকি প্রতিটি শেয়ারে ৩৭৮ টাকা বা ৫৬ শতাংশই রিজার্ভে যোগ হবে। ১১ কোটি টাকার পরিশোধিত মূলধনের জেএমআই সিরিঞ্জে ৬০ কোটি ১০ লাখ টাকার রিজার্ভ রয়েছে।
×