ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তিনদিনে শাহজালাল ইসলামী ব্যাংকের ১১৮ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৩:৩১, ১৫ অক্টোবর ২০১৭

তিনদিনে শাহজালাল ইসলামী ব্যাংকের ১১৮ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার শাহজালাল ইসলামী ব্যাংকের বড় লেনদেন হয়েছে। এদিন ব্যাংকটির ১ কোটি ৬০ লাখ শেয়ার লেননেদ হয়। যার বাজার দর ৪১ কোটি ৬০ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত সোমবার ব্যাংকটির ২ কোটি শেয়ার ৩ বার লেনদেন হয়। যার বাজার দর ৫০ কোটি টাকা। এরপর গতকাল বুধবার ব্যাংকটির ১ কোটি শেয়ার লেনেদেন হয়। যার বাজার দর ২৬ কোটি ৭০ লাখ টাকা। তিন দিনে ব্যাংকটির ১১৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হলো। সূত্র মতে, বৃহস্পতিবার ডিএসইর ব্লক মার্কেটে লেনদেনে ৮টি কোম্পানি অংশ নেয়। কোম্পানিগুলোর ১ কোটি ৭১ লাখ ২১ হাজার ৪৪৮টি শেয়ার ১৬ বার হাত বদল হয়। যা বাজার মূল্য দাঁড়ায় ৪৯ কোটি ২৮ লাখ ৪৩ হাজার টাকা। ব্লক মার্কেটে লেনদেন করা অন্যান্য কোম্পানির মধ্যে এ্যাপেক্স ট্যানারির ১ কোটি ৫৫ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ৯৮.৫০ লাখ টাকা, ইস্টার্ন ব্যাংকের ৩.৭৬ কোটি টাকা, ইফাদ অটোসের ১৫ লাখ ৩০ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ৩৮.৮০ লাখ টাকা, রেনেটার ৭৬.৮৪ লাখ টাকা ও ওয়াটা কেমিক্যালের ৭.৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
×