ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনুমোদনের অপেক্ষায় ১২ কোম্পানির আইপিও

প্রকাশিত: ০৩:৩০, ১৫ অক্টোবর ২০১৭

অনুমোদনের অপেক্ষায় ১২ কোম্পানির আইপিও

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় রয়েছে ১২ কোম্পানির আইপিও। এর মধ্যে বুক বিল্ডিং পদ্ধতিতে ৭ কোম্পানি এবং ফিক্সড প্রাইস পদ্ধতিতে ৫ কোম্পানি রয়েছে। কোম্পানিগুলো শেয়ারবাজারে আসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইপিও অনুমোদনের জন্য জমা দিয়েছে। বিএসইসির অনুমতি পাওয়ার পর পরই কোম্পানিগুলো তাদের পরবর্তী কার্যক্রম শুরু করবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়। সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ ৯ মাসে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৮ কোম্পানি ৪৪৯ কোটি ২৫ লাখ টাকা পুঁজিবাজার থেকে উত্তোলনের অনুমোদন পেয়েছে। অন্যদিকে গত অর্থবছরের একই সময়ে ৭ কোম্পানিকে ৫৮৪ কোটি ৩০ লাখ টাকা পুঁজি উত্তোলনের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলনের পরিমাণ কমেছে ১৩৫ কোটি ৫ লাখ টাকা। বুক বিল্ডিং পদ্ধতিতে ঢাকা রিজেন্সি হোটেল এ্যান্ড রিসোর্ট ৬০ কোটি টাকা উত্তোলন করবে। এ ছাড়া এসটিএস হোল্ডিংস ৭৫ কোটি টাকা, রানার অটোমোবাইলস ১০০ কোটি টাকা, বেঙ্গল পলি এ্যান্ড পেপার সেকস্ ৫৫ কোটি টাকা, পপুলার ফার্মাসিউটিক্যালস ৭০ কোটি টাকা, ইনডেক্স এগ্রো ১০০ কোটি টাকা এবং ডেল্টা হসপিটাল ৫০ কোটি টাকা উত্তোলন করবে। এ ছাড়া নির্ধারিত মূল্যে পদ্ধতিতে ভিএফএস থ্রেড ডায়িং ২২ কোটি টাকা উত্তোলন করবে। এ ছাড়া ইন্ট্রাকো রিফুয়েলিং ২০ কোটি টাকা, এ্যামুলেট ফার্মাসিউটিক্যাল ১৫ কোটি টাকা, জিনেক্স ইনফোসিস ২০ কোটি টাকা এবং কাত্তলি টেক্সটাইল ৩৪ কোটি টাকা উত্তোলন করবে। বুক বিল্ডিং পদ্ধতিতে পাইপলাইনে থাকা কোম্পানিগুলো বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর নিলামের কার্যক্রম শুরু করবে। অন্যদিকে নির্ধারিত মূল্য পদ্ধতিতে থাকা কোম্পানিগুলো নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর পরই আইপিও কার্যক্রম শুরু করতে পারবে।
×