ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহেশখালী রণক্ষেত্রে ॥ পুলিশের গুলিতে ১০ গ্রামবাসী আহত

প্রকাশিত: ০৭:৩৯, ১৪ অক্টোবর ২০১৭

মহেশখালী রণক্ষেত্রে ॥ পুলিশের গুলিতে ১০ গ্রামবাসী আহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বিনা পরোয়ানায় ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতিকে আটকের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে মহেশখালীর কালারমারছড়া। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত ১০। পুলিশের দাবি, গুলিভর্তি ম্যাগজিন লুট করেছে স্থানীয়রা। শুক্রবার বিকেল ৩টায় এ ঘটনা ঘটে। কালারমারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারেক বিন শরীফ দাবি করেন, গত সপ্তাহে কালারমারছড়া ও পার্শ¦বর্তী ইউনিয়নের দু’শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বাগ্বিত-া হয়। বিষয়টি সমাধানে জুমার পর ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি গোলাম মোস্তফা তার (চেয়ারম্যানের) সঙ্গে পরিষদে বসেন। এমন সময় এসআই রাজু পরিষদে ঢুকে আসবাব ভাংচুর করে মোস্তফাকে টেনে হিঁচড়ে ফাঁড়িতে নিয়ে যায়। এতে বাজার ও আশপাশের লোকজন জড়ো হয়ে দ্রুত ফাঁড়ির উদ্দেশে আসে। চেয়ারম্যান তারেক বলেন, মোস্তফাকে গ্রেফতারের বিষয়টি জানতে চাইলেই আমাকে গুলি করতে নির্দেশ দেয় এসআই রাজু। অন্য পুলিশ সদস্যরা নির্দেশ পাওয়ামাত্র গুলি চালালে আমাকে কর্ডন করে ফেলে স্থানীয়রা। তখন ১০ গ্রামবাসী গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
×