ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেষ চারে শারাপোভা

প্রকাশিত: ০৬:২৯, ১৪ অক্টোবর ২০১৭

শেষ চারে শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন মারিয়া শারাপোভা। দারুণ জয়ে তিয়ানজিন ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি। শুক্রবার টুর্নামেন্টের শেষ আটের লড়াইয়ে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা মারিয়া শারাপোভা ৬-৩ এবং ৬-১ গেমে পরাজিত করেন সুইজারল্যান্ডের স্টেফানি ভোগলেকে। শেষ চারে রাশিয়ান তারকার প্রতিপক্ষ এখন হয় চীনের পেং শুয়াই অথবা স্প্যানিশ খেলোয়াড় সারা সোরিবেস। টেনিস কোর্টের শুরুটা চমকপ্রদ ছিল শারাপোভার। বড় বড় প্রতিপক্ষকে হারিয়ে রীতিমতো চমক উপহার দিতে শুরু করেন তিনি। কিন্তু সুদীর্ঘ ক্যারিয়ারে পাঁচটি গ্র্যান্ডস্লাম জেতা শারাপোভা গত বছরের শুরুতে গোটা বিশ্বকে অবাক করে ডোপ টেস্টে পজিটিভ হন। এরপর টেনিস থেকে ১৫ মাসের জন্য নির্বাসনে চলে যেতে হয় তাকে। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে চলতি বছরের এপ্রিলেই কোর্টে ফিরেন শারাপোভা। এরপর মাদ্রিদ ওপেন, ইতালিয়ান ওপেনসহ বেশ কয়েকটি ইভেন্টে অংশগ্রহণ করেছেন তিনি। শুধু তাই নয়, ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডনে খেলতে না পারা শারাপোভা অংশগ্রহণ করেন মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেনেও। রাশিয়া বিশ্বকাপই শেষ মাশ্চেরানোর স্পোর্টস রিপোর্টার ॥ একেবারে শেষ মুহূর্তে ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ইকুয়েডরের বিরুদ্ধে জয়ের বিকল্প ছিল না লিওনেল মেসিদের। তাদের ৩-১ গোলে বিধ্বস্ত করে ঠিকই বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টইনরা। এই বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন জ্যাভিয়ের মাশ্চেরানো। এমনটাই জানিয়েছেন তিনি। রক্ষণাত্মক এ মিডফিল্ডার জানালেন, রাশিয়ায় আর্জেন্টিনা কতদূর যাবে সেটার ওপর নির্ভর করছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। বৃহস্পতিবার দিলেন সেই ঘোষণা। আর্জেন্টিনার জার্সিতে ১৩৯ ম্যাচ খেলেছেন বার্সিলোনার এ তারকা। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা জাভিয়ের জানেত্তির চেয়ে মাত্র চার ম্যাচ পিছিয়ে তিনি। আর্জেন্টিনা বিশ্বকাপে ওঠায় সেই রেকর্ডটা নিজের দখলে নেয়ার বিশ্বাস ৩৩ বছর বয়সীর মনে। এ বিষয়ে তিনি বলেন, ‘জাতীয় দলের হয়ে আমার ক্যারিয়ার শেষ হবে রাশিয়াতে। আমি ভাল করে ভেবে সিদ্ধান্ত নিয়েছি, ওখানেই হবে আমার শেষ।’
×