ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকা আবাহনী ১-০ চট্টগ্রাম আবাহনী

দুই আবাহনীর দ্বৈরথে ঢাকার হাসি

প্রকাশিত: ০৬:২৮, ১৪ অক্টোবর ২০১৭

দুই আবাহনীর দ্বৈরথে ঢাকার হাসি

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে শিরোপা লড়াই জমিয়ে তুলেছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। শুক্রবার রাতে একাদশ রাউন্ডের ম্যাচে শীর্ষে থাকা চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে দ্রাগো মামিচের দল। ঢাকা আবাহনীর পক্ষে জয়সূচক গোলটি করেন ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরী। ঢাকা আবাহনীর এই জয়ে শীর্ষ তিন দলের পয়েন্টের ব্যবধান আরও কমে এলো। অবশ্য হেরেও এক নম্বর স্থান ধরে রেখেছে বন্দর নগরীর দল। ১১ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট সর্বোচ্চ ২৬ আর সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা শেখ জামাল ধানম-ির পয়েন্ট ২৪। একই পয়েন্ট নিয়ে গোলগড়ে তিনে ঢাকা আবাহনী। তুলনামূলক ভাল খেলেই জয় পেয়েছে চ্যাম্পিয়ন আবাহনী। তবে ম্যাচের অষ্টম মিনিটে গোলের প্রথম সহজ সুযোগ নষ্ট করে চট্টগ্রাম আবাহনী। ডানপ্রান্ত থেকে নেয়া জাফর ইকবালের শট ঢাকা আবাহনী গোলরক্ষক ও অধিনায়ক শহিদুল আলম ফিরিয়ে দেন। পরের মিনিটে পাল্টা আক্রমণে গোল করতে ব্যর্থ হয় বর্তমান চ্যাম্পিয়নরাও। ১০ মিনিটে পাল্টা আক্রমণে গোলের সুবর্ণ সুযোগ হারায় বন্দর নগরীর দল। ডি বক্সের কোনা থেকে মিডফিল্ডার মাসুক মিয়া জনির নেয়া শট অল্পের জন্য সাইডপোস্ট ঘেঁষে বাইরে যায়। ৩৮ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ হারায় ঢাকা আবাহনী। ফরোয়ার্ড রুবেল মিয়া ফাঁকায় পেয়েও ব্যর্থ হন। বিরতির পর ৬১ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেন ঢাকা আবাহনীর ফরোয়ার্ড মোহাম্মদ নাবিব নেওয়াজ জীবন। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে উঠে আসা আবাহনীর একটি ক্রস চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা ফিস্ট করেন। ফিরতি বল গোলপোস্টের সামনে একদম ফাঁকায় পান জীবন। কিন্তু তার শট বারপোস্ট উঁচিয়ে যায়। ৭১ মিনিটে আবারও সুযোগ হারায় চ্যাম্পিয়ন আবাহনী। কর্নার কিক থেকে উড়ে আসা বলে প্রথমে একজন হেড করেন। এরপর ফাঁকায় বল পান ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরী। তার নেয়া ভলি অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দিয়ে সাইফুল বারী টিটুর দলকে রক্ষা করেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। অবশেষে ম্যাচের ৭৭ মিনিটে কাক্সিক্ষত গোল পায় ঢাকা আবাহনী। ডিফেন্ডার রায়হান হাসানের লম্বা থ্রোয়িং উড়ে আসে চিটাগাং আবাহনীর ডি বক্সে। এরপর জটলার মধ্যে মাথার আলতো ছোঁয়ায় জালে পাঠান ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরী (১-০)।
×