ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুতিনের সতর্কবার্তা

প্রকাশিত: ০৬:২৩, ১৪ অক্টোবর ২০১৭

পুতিনের সতর্কবার্তা

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বছর রাশিয়ায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। ২০১৮ বিশ্বকাপের প্রস্তুতি এখন পর্যন্ত পুরোপুরি সম্পন্ন হয়নি। তবে এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার স্পোর্টস কাউন্সিলের এক সভায় এ বিষয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করার ক্ষেত্রে কোন ধরনের কালক্ষেপণ গ্রহণ করা হবে না।’ আয়তনে বিশ্বের সর্ববৃহৎ দেশ রাশিয়ার ১১ শহরের ১২ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০১৮ বিশ্বকাপের ম্যাচগুলো। প্রথমবার বিশ্বকাপ ফুটবল ফাইনাল হতে চলেছে প্লাস্টিকের ঘাসে। ফাইনালের জন্য চিহ্নিত করা হয়েছে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামকে। এরপর থেকেই লুঝনিকি স্টেডিয়ামের মাঠকে আমূল পাল্টে ফেলার কাজ শুরু হয়ে যায়। এছাড়া অন্যান্য অসম্পূর্ণ কাজেও কর্তৃপক্ষকে মনোযোগী হওয়ার কথা জানিয়েছেন পুতিন। শেষদিকে তাড়াহুড়ো না করে বরং এখনই তা সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন তিনি।
×