ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২১ অক্টোবর কক্সবাজারে যাচ্ছে নির্মূল কমিটির নাগরিক কমিশন প্রতিনিধি দল

প্রকাশিত: ০৫:৪৮, ১৪ অক্টোবর ২০১৭

২১ অক্টোবর কক্সবাজারে যাচ্ছে নির্মূল কমিটির নাগরিক কমিশন প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে আগামী ২১ অক্টোবর কক্সবাজারে যাচ্ছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত নাগরিক কমিশন ও কমিশন সচিবালয়ের ৩০ সদস্যের প্রতিনিধি দল। দুদিনের এই সফরে নেতৃত্ব দেবেন কমিশনের চেয়ারম্যান আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হুদা। শুক্রবার রাজধানীর মহাখালীতে ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে নাগরিক কমিশনের প্রথম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়াও আগামী এক সপ্তাহের মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকসহ রোহিঙ্গা সমস্যার সমাধানে প্রয়োজনে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, জাপানসহ পাশর্^বর্তী বৌদ্ধধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দকে ঢাকায় এনে দুদিনের একটি সম্মেলন করার বিষয়টি নিয়েও তারা কাজ করবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ক্ষেত্রে সরকার উদ্যোগ নিলে কমিশনও তাদের সহযোগিতা করবে। কমিশনের চেয়ারম্যান বিচারপতি শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিচারপতি কাজী এবাদুল হক, অধ্যাপক অজয় রায়, অধ্যাপক আনিসুজ্জামান, বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, বিচারপতি মোঃ নিজামুল হক, স্থপতি রবিউল হুসাইন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, সমাজকর্মী জুলিয়ান ফ্রান্সিস, লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, ব্যাংকার ইশতিয়াক আহমেদ চৌধুরী, সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল আনোয়ার, মেজর জেনারেল (অব) মোঃ আবদুর রশীদ, মেজর জেনারেল (অব) এ কে মোহাম্মদ আলী শিকদার, কলামিস্ট মুক্তিযোদ্ধা সৈয়দ মাহবুবুর রশিদ, শিক্ষাবিদ মমতাজ লতিফ, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সাহাবউদ্দিন আহমেদ বীরউত্তম, অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, এ্যাডভোকেট রানা দাশগুপ্ত, মানবাধিকার নেতা নির্মল রোজারিও প্রমুখ।
×