ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্লু হোয়েল গেম সম্পর্কে বিটিআরসির নামে ছড়ানো বার্তাটি ভুয়া

প্রকাশিত: ০৫:৪৮, ১৪ অক্টোবর ২০১৭

ব্লু হোয়েল গেম সম্পর্কে বিটিআরসির নামে ছড়ানো বার্তাটি ভুয়া

স্টাফ রিপোর্টার ॥ ব্লু হোয়েল গেম সম্পর্কে বিটিআরসির নাম দিয়ে ছড়ানো বার্তাটি সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিটিআরসির নাম ব্যবহার করে ওই ভুয়া বার্তাতে বলা হয়, ‘১৩ অক্টোবর শুক্রবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা বাংলাদেশের সব এ্যান্ড্রয়েড ফোনে ব্লু হোয়েল গেম ঢুকিয়ে দেয়া হবে। যা প্রবেশের ফলে আপনার ফোনের সব ব্যক্তিগত তথ্য, ফেসবুক, টুইটার, হোয়াটসএ্যাপ, আইএমওসহ সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাই শুক্রবার রাত ৯ থেকে ১০টা পর্যন্ত ফোন বন্ধ রাখুন। দেশের সেবায় এটি বেশি বেশি ফরোয়ার্ড করুন। জনসচেতনতায় বিটিআরসি।’ তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা এ ধরনের কোন বার্তা পাঠায়নি। ভুয়া স্ক্রিন শর্টের মাধ্যমে সেটি তৈরি করা হয়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে, স্ট্যাটাস কিংবা ইনবক্সের মাধ্যমে অজ্ঞ ফেসবুকাররা একে অন্যকে এই ভুয়া বার্তাটি ছড়িয়েছে। বিটিআরসির সচিব ও মুখপাত্র সরওয়ার আলম জানিয়েছেন, বিটিআরসির নাম দিয়ে যে বার্তাটি ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা। জনমনে বিভ্রান্তি তৈরির জন্য কোন অসাধু মহল বিটিআরসির নামে এটি ছড়াচ্ছে।
×