ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আন্দোলনের ডাক

প্রকাশিত: ০৫:৪৮, ১৪ অক্টোবর ২০১৭

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আন্দোলনের ডাক

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী থেকে সরকারী কলেজ শিক্ষকদের বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত না করা, তাদের চাকরি সংশ্লিষ্ট কলেজে সীমাবদ্ধ রাখার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। শুক্রবার সমিতির এক সভায় ঘোষণা করা হয়েছে, আগামী ১৬ নবেম্বরের মধ্যে নতুন জাতীয়করণকৃত শিক্ষকদের নন-ক্যাডার করে নতুন বিধি জারি না করলে ১৭ নবেম্বর ঢাকায় সাধারণ সমাবেশ করে বৃহত্তর কর্মসূচী দেয়া হবে। সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভা শেষে সভাপতি অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার জানিয়েছেন, কেন্দ্রীয় সভার সিদ্ধান্ত হয়েছে ১৬ নবেম্বরের মধ্যে নতুন জাতীয়করণকৃত শিক্ষকদের নন-ক্যাডার করে নতুন বিধি জারি করতে হবে। তা না করলে ১৭ নবেম্বর ঢাকায় সাধারণ সমাবেশ করে কর্মসূচী ঘোষণা করা হবে। এর আগে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে ২২ অক্টোবর দুপুর ১২টায় ৬৪ জেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবে সমিতি। ১১ নবেম্বর ১০টি সাংগঠনিক বিভাগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, ১২ নবেম্বর ঢাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা হবে। বিসিএস শিক্ষক নেতারা বলেন, আমরা কলেজ জাতীয়করণের বিপক্ষে না। কিন্তু জাতীয়করণ করা কলেজ শিক্ষকদের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ না হলে তাদের ক্যাডারভুক্ত করা যাবে না। শিক্ষানীতি ২০১০ অনুযায়ী কলেজ জাতীয়করণের পর নিয়োগ করা শিক্ষকদের জন্য নতুন বিধিমালা করতে হবে। শিক্ষা সমিতির সভাপতি আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, জাতীয়করণের এই সমস্যার ফলে কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই নতুন নিয়োগকৃত শিক্ষকদের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করা হোক। জাতীয়করণ করা কলেজের নন ক্যাডার শিক্ষকদের নিজ নিজ কলেজ থেকে অন্যত্র বদলি না করার আহ্বানও জানান এ নেতা। শিক্ষক নেতারা বলেন, বেসরকারী থেকে জাতীয়করণ হওয়া কলেজগুলোতে কর্মরত শিক্ষকদের জন্য পৃথক নিয়োগ, পদায়ন জ্যেষ্ঠতা, পদোন্নতি ও পরিচালনাসহ চাকরির শর্ত নির্ধারণ করে নীতিমালা প্রণয়ন করা দরকার, যাতে বিসিএস পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে যোগদান করা কর্মকর্তাদের স্বার্থ ও মর্যাদা কোনভাবেই ক্ষুণ্ন না হয়।
×