ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাখাইন পরিস্থিতি

অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে মিয়ানমার সেনাবাহিনী

প্রকাশিত: ০৫:৪৭, ১৪ অক্টোবর ২০১৭

অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে মিয়ানমার সেনাবাহিনী

জনকণ্ঠ ডেস্ক ॥ রাখাইনের রোহিঙ্গা গ্রামগুলোতে চলমান হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ নিয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে মিয়ানমারের সেনাবাহিনী। রাখাইনে চলমান ঘটনা নিয়ে কড়া আন্তর্জাতিক সমালোচনার মধ্যে রয়েছে সুচি সরকার। খবর চ্যানেল নিউজ এশিয়া অবলম্বনে। খবরে বলা হয়েছে, গত ২৫ আগস্ট থেকে পরিচালিত ওই অভিযানে সেনা সদস্যরা কোথাও নিয়ম ভেঙেছেন কি না, তা খতিয়ে দেখা হবে। এই তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন লে. জেনারেল আই উইন। মিয়ানমারের সেনাগ্রধান জেনারেল মিন অং হ্লাইং শুক্রবার তার ফেসবুক পাতায় এ তদন্তের খবর প্রথমবারের মতো প্রকাশ করেন। তবে ওই ফেসবুক পোস্টে এটাও বলা হয়েছে যে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর ওই অভিযান বৈধ ছিল। ওই পোস্টে মিয়ানমারের সেনাপ্রধান আরও বলেছেন, এই তদন্ত কমিটি সেনাসদ্যদের কাছে জানতে চাবেন যে রাখাইনে চলমান অভিযানে সেনাবাহিনীর জন্য নির্ধারিত আচরণবিধি মানা হয়েছে কি না? আবার তারা অভিযানের সময় সিনিয়রদের কমান্ড অনুসরণ করেছেন কি না? আর তদন্ত শেষ হওয়ার পর তা জনসম্মুখে প্রকাশ করা হবে। গত আগস্ট থেকে রাখাইনে সেনাবাহিনীর ওই অভিযান শুরুর পর প্রায় পাঁচ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রাখাইনে রোহিঙ্গাদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়ার পাশাপাশি হত্যা, লুটপাটের অভিযোগ এসেছে সেনাবাহিনীর বিরুদ্ধে। গত ২৪ আগস্ট রাতে রাখাইনের ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে সমন্বিত হামলার পর সেনাবাহিনী ওই অভিযান শুরু করে। ওই হামলার জন্য রোহিঙ্গা বিদ্রোহীদের দায়ী করে আসছে মিয়ানমার সরকার। মিয়ানমারের সেনাবাহিনী ও সরকার ওই অভিযানকে ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই’ বললেও জাতিসংঘ একে চিহ্নিত করেছে রোহিঙ্গাদের ‘জাতিগতভাবে নির্মূলের চেষ্টা’ হিসেবে।
×