ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদার বিরুদ্ধে ওয়ারেন্টের প্রতিবাদে আজ বিএনপির বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৪২, ১৪ অক্টোবর ২০১৭

খালেদার বিরুদ্ধে ওয়ারেন্টের প্রতিবাদে আজ বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে আজ শনিবার রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী পালন করবে বিএনপি। বৃহস্পতিবার নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচী পালনের ঘোষণা দেন। তবে বিএনপি এ কর্মসূচী পালন করবে না অন্যান্যবারের মতো ঘোষণাতেই সীমাবদ্ধ থাকবে, এ নিয়ে চলছে জল্পনাকল্পনা। এ কর্মসূচীকে কেন্দ্র করে যেন বিএনপি কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী আজ সারাদেশে সতর্ক অবস্থানে থাকবে। এদিকে আজ শনিবারের বিক্ষোভ কর্মসূচীর সমর্থনে শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠন। দুপুরে পুরান ঢাকায় মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। মিছিলটি রায়সাহেব বাজার মোড় থেকে শুরু হয়ে ধোলাইখাল টায়ারপট্টিতে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল এবং সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হান্নান, আবদুস সাত্তার, আরিফুর রহমান নাদিম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল প্রমুখ। এ ছাড়া ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা রাজধানীর কোন কোন এলাকায় মিছিল করেছে বলে জানা গেছে। সবাইকে চিরদিনের জন্য বোকা বানিয়ে রাখা যায় নাÑ ড. মঈন খান ॥ সবাইকে চিরদিনের জন্য বোকা বানিয়ে রাখা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, সরকার জানে জনগণ তাদের সঙ্গে নেই। এ কারণে তারা আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে দিয়ে জোর করে দেশ পরিচালনা করতে চাচ্ছে। কিন্তু এভাবে দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মহিলা দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ড. মঈন খান বলেন, জনগণ তাদের সঙ্গে না থাকায় বিচার বিভাগকে করায়ত্ত করে সরকার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা দিয়েছে। অথচ যেসব মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তার সঙ্গে খালেদা জিয়া সম্পৃক্ত নন। খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়ে অন্যায় করা হয়েছে। দেশের মানুষ এর প্রতিবাদ করতে রাস্তায় নামবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে অন্যায়ের জবাব দেব। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিলে তারা সরকার পরিচালনা করবে আমাদের তাতে আপত্তি নেই। কিন্তু দেশের মানুষ খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী নির্বাচিত করলে তা মেনে নিতে হবে। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।
×