ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

১১৫ পরিবারে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০৪:২৪, ১৪ অক্টোবর ২০১৭

১১৫ পরিবারে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘায় টর্নেডোয় ক্ষতিগ্রস্ত দুই ইউনিয়নের ১১৫ পরিবারের মাঝে ঢেউটিন, চাল এবং অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা উপস্থিত থেকে এসব অনুদান বিতরণ করেন। দুপুর ১২টায় বাঘা উপজেলা চত্বরে আয়োজিত ত্রাণ বিতরণকালে অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, বাউসা ইনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম ফফিক, আড়ানী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। এসব ক্ষতিগ্রস্তের মাঝে ৩০ কেজি করে চাল, ১ বান্ডিল ঢেউটিন এবং ৩ হাজার করে টাকা বিতরণ করে উপজেলা প্রশাসন। বিনামূল্যে সার-বীজ বিতরণ নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১৩ অক্টোবর ॥ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে অতিবৃষ্টি এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩১০ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে শুক্রবার সকালে উপজেলা চত্বরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি আফম বাহউদ্দিন নাছিম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, কৃষি কর্মকর্তা ড. এইচ এম মনিরুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জিএম এ গফুর প্রমুখ।
×