ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে কলেজ শিক্ষিক

প্রকাশিত: ০৪:২৪, ১৪ অক্টোবর ২০১৭

জয়পুরহাটে কলেজ শিক্ষিক

নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, মোটরসাইকেলের ধাক্কায় জয়পুরহাটে এক কলেজশিক্ষিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান। জানা গেছে, জয়পুরহাট শহরের বারিধারা এলাকার ফরিদ হোসেন ও তার স্ত্রী সামছুন্নাহার বেগম দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার কামদিয়া কলেজে শিক্ষকতা করেন। বৃহস্পতিবার বিকেলে কলেজ থেকে স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে জয়পুরহাটের বাড়িতে ফেরার পথে হেলকু-া নামক স্থানে পেছন থেকে একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজনই রাস্তায় পড়ে যান। সামছুন্নাহার মাথায় প্রচ- আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। আহত সামছুন্নাহারের অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার সজিমেকে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। শ্রীনগরে মাদক বিরোধী র‌্যালি স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে মাদক বিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় উপজেলার বাঘড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ স্বরূপচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভার আগে তারা এক র‌্যালি বের করে। সভাপতি ও প্রধান অতিথি তাদের বক্তব্যে বলেন, আগামী একমাসের মধ্যে এলাকার সবাইকে নিয়ে বাঘড়া ইউনিয়নকে মাদকমুক্ত করব। বাঘড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহাদুল ইসলাম রিপন মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, খোকন মোড়ল, সালাম মেম্বার, কাদির সিকদার প্রমুখ।
×