ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২০১৮ সালের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত হবে ॥ বিদ্যুত প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৪:২২, ১৪ অক্টোবর ২০১৭

২০১৮ সালের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত হবে ॥ বিদ্যুত প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৩ অক্টোবর ॥ বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, সারাদেশে বিদ্যুতের বিল পরিশোধের জন্য মোবাইল ও অনলাইন বিলিং সিস্টেম চালু করা হবে। অনলাইন বিলিং সিস্টেম চালু হলে বিদ্যুত বিল নিয়ে কোন ভোগান্তি থাকবে না, থাকবে না কোন সিস্টেম লস। এ সিস্টেমে ঘরে বসে মুঠোফোনেও বিদ্যুত বিল দেয়া যাবে। শুক্রবার বিকেলে ঢাকা পল্লী বিদ্যুত সমিতি-৪ আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, সারাদেশে প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। এজন্য প্রায় ২ কোটি মিটার প্রয়োজন। ইতোমধ্যে কেরানীগঞ্জে ৫ হাজার মিটার দেয়া হয়েছে আরও ৫৩ হাজার দেয়া হবে। তিনি আরও বলেন, ২০১৮ সালের ডিসেম্বর মাসে সারাদেশে শতভাগ বিদ্যুতায়নের আওতায় নিয়ে আসা হবে। মন্ত্রী আরও বলেন, কেরানীগঞ্জে বর্জ্য থেকে বিদ্যুত উৎপাদন করা হবে। সে জন্য পাইলট প্রকল্পের কাজ চলছে। ঢাকা পল্লী বিদ্যুত সমিতি-৪ এর বোর্ড সভাপতি মোহাম্মদ শোয়েবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। লক্ষ্মীপুরে সংঘর্ষে আহত ৭ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৩ অক্টোবর ॥ কমলনগরে ভাড়াটে লোকজন দিয়ে প্রতিপক্ষের বসতবাড়ির জমি দখলের চেষ্টাকালে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৭ জন আহত হয়েছেন। শুক্রবার উপজেলার লরেন্স বাজার সংলগ্ন চর জাঙ্গালিয়া গ্রামের সুলতান মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন, আবুল কালাম, ছাইফ উল্যাহ, রবিন, মিনোয়ারা বেগম, দেলোয়ারা বেগম, মামুন ও কাশেম। তাদের মধ্যে ৫ জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও ২ জনকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
×