ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ২০ মিনিটে ২৫ হাজার ডিম বিক্রি ॥ অনেকে হতাশ

প্রকাশিত: ০৪:২২, ১৪ অক্টোবর ২০১৭

চট্টগ্রামে ২০ মিনিটে ২৫ হাজার ডিম বিক্রি ॥ অনেকে হতাশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিশ্ব ডিম দিবসে চট্টগ্রাম নগরীর তিনটি স্পটে ২৫ হাজার ডিম বিক্রি করেছে প্রাণিসম্পদ অধিদফতর। এছাড়া বিনামূল্যে খাওয়ানো হয়েছে ডিম। ডিমের যে মজুদ ছিল তা ফুরিয়েছে মাত্র বিশ মিনিটে। চার টাকা দরে ডিম যারা কিনতে পেরেছেন তারা অনেক খুশি। তবে হতাশ হয়ে ফিরতে হয়েছে হাজারো আগ্রহী ক্রেতাকে। চট্টগ্রাম প্রেসক্লাব, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এবং জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের সামনে স্থাপন করা হয় অস্থায়ী ডিম বিক্রি কেন্দ্র। এই তিন স্পটে পিকআপ থেকে ডিম বিক্রি করা হয়। নারী এবং পুরুষ পৃথক লাইনে দাঁড়িয়ে ডিম সংগ্রহ করেন। তবে বেলা এগারোটায় শুরু হওয়া ডিম বিক্রির কার্যক্রম শেষ হয়ে যায় বিশ মিনিটের মধ্যেই। খুলনা-মংলা রেল লাইনের রাস্তা নির্মাণ শুরু স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ খুলনা-মংলা রেললাইন প্রকল্পের ভাগা থেকে দিগরাজ পর্যন্ত সোয়া ১১ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে। শুক্রবার সকালে মংলার বিদ্যারবায়ন সংলগ্ন কবিরাজবাড়ি এলাকায় এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক। এ সময় রাস্তা নির্মাণকারী ঠিকাদার প্রতিষ্ঠান ক্যান এন্টারপ্রাইজের চেয়ারম্যান খশরুল আলম চৌধুরী, নির্বাহী পরিচালক মিজানুল হক হিমেল, প্রজেক্ট ম্যানেজার রবিউল আলম রনি, প্রজেক্ট কো-অর্ডিনেটর আবুল বাশার আংগুর, মংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
×