ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নওগাঁয় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

প্রকাশিত: ০৪:২১, ১৪ অক্টোবর ২০১৭

নওগাঁয় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৩ অক্টোবর ॥ স্বামীর নির্যাতনে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। স্থানীয়রা জানায়, মহাদেবপুর উপজেলার হর্ষি দেওয়ান পাড়া গ্রামের মোকলেছুর রহমানের পুত্র সুমন আলীর সঙ্গে প্রায় দুই বছর পূর্বে নাটোর জেলার বাগাতীপাড়া উপজেলার মারিয়া গ্রামের আইউব আলীর মেয়ে কল্পনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া-ঝাটি লেগেই ছিল। স্থানীয়রা আরও জানায়, সম্প্রতি কাজ করার উদ্দেশে ৫/৭ দিন পূর্বে সুমন আলী ও তার স্ত্রী বাড়ি থেকে নারায়ণগঞ্জ যান। হঠাৎ করেই শুক্রবার সুমন আলী তার স্ত্রী কল্পনার মৃতদেহ নিয়ে বাড়িতে ফিরে আসেন। মেয়ের মৃত্যুর খবর পেয়ে কল্পনার পিতা আইউব আলীসহ পরিবারের লোকজন ছুটে আসেন জামাইয়ের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার হর্ষি দেওয়ান পাড়া গ্রামে। মেয়ের মৃতদেহ দেখে সন্দেহ হওয়ায় থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে বিকেল ৫টার দিকে মৃতদেহ উদ্ধার করে পোস্ট মর্ডেমের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। রাজশাহীর পুকুরে ইটভাঁটি শ্রমিকের লাশ স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, বাঘায় পুকুর থেকে উদ্ধার করা হয়েছে ইটভাঁটি শ্রমিকের লাশ। শুক্রবার সকালে উপজেলার তেপুকুরিয়া গ্রামের ‘বাটা ব্রিক্স’ ইটভাঁটির পুকুর থেকে ডুবুরিরা তার লাশ উদ্ধার করে। উদ্ধার হওয়া ওই শ্রমিকের নাম রিপন। তার বাড়ি ঢাকার ধামরাই এলাকায়। রিপনের পিতার নাম ধলা মিয়া বলে জানা গেছে। ভাঁটির মালিক আলাউদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রিপন (৩০)। ঘটনার এক পর্যায় পুকুর পাড়ে তার মোবাইল ও স্যান্ডেল দেখতে পাওয়া যায়। এরপর তিনি বিষয়টি থানা পুলিশকে জানান। লক্ষ্মীপুরে অজ্ঞাত ব্যক্তি নিজস্ব সংবাদদাতা লক্ষ্মীপুর থেকে জানান, খাল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে সদর উপজেলার লাহারকান্দির চাঁদখালী বাজার এলাকার রহমতখালী খাল থেকে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে কে বা কারা হত্যার পর লাশটি খালে ফেলে দেয়। বগুড়ায় বিধবা স্টাফ রিপোর্টার বগুড়া থেকে জানান, বৃহস্পতিবার রাতে সোনাতলা উপজেলার বালুয়া আটাপাড়া মধ্যদিঘলকান্দি গ্রামে আনোয়ারা বেওয়া (৫০) নামে এক বিধবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ কামাল হোসেন ও চান্দু মিয়া নামে ২ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, আনোয়ারা বেগম ফেরি করে শাড়ি, জামা, কাপড় বিক্রি করতেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিভিন্ন স্থানে ফেরি শেষে বাড়ি ফিরছিলেন। বাড়ি সংলগ্ন স্কুলের কাছে পৌঁছলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
×