ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পর্যটন শিল্পে কোন আঘাত জাতীয় নীতির বিরুদ্ধাচরণ ॥ মেনন

প্রকাশিত: ০৪:২০, ১৪ অক্টোবর ২০১৭

পর্যটন শিল্পে কোন আঘাত জাতীয় নীতির বিরুদ্ধাচরণ ॥ মেনন

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১৩ অক্টোবর ॥ বেসরকারী বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, পর্যটন শিল্পের ক্ষেত্রে কোন আঘাত জাতীয় নীতির বিরুদ্ধাচরণ। জাতীয় উৎপাদনের ক্ষেত্রে পর্যটন শিল্প ৪.২ ভাগ অবদান রেখে চলেছে। এই অবদানের ক্ষেত্রে ব্যক্তি মালিকানাধীন রিসোর্ট, গলফ, হোটেল, মোটেল এগুলো বিরাট ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশে এখন বিভিন্ন প্রান্তে হোটেল, মোটেল রিসোর্ট গড়ে উঠছে। বিশে^র বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এসব রিসোর্টে সময় কাটাচ্ছেন। এতে করে কর্মসংস্থানের পাশাপাশি জাতীয় আয়ে পর্যটন ক্ষেত্র বিশেষ অবদান রাখছে। শুক্রবার বিকেল ৪টায় কালিয়া উপজেলার পানিপাড়ায় অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে মধুমতি নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খান শামীম রহমান ওছির সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, ট্যুরিজম বোর্ডের পরিচালক নিখিল রঞ্জন রায়, জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ কালিয়া উপজেলা কমান্ডার তরিকুল ইসলাম মন্নু, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী, অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবেব চেয়ারম্যান খবির উদ্দিন আহম্মেদ, ব্যবস্থাপনা পরিচালক ইরফান আহম্মেদ প্রমুখ।
×