ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো-খবর

প্রকাশিত: ০৪:১৮, ১৪ অক্টোবর ২০১৭

টুকরো-খবর

কাপাসিয়ায় ৯ ডাকাত আটক স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কাপাসিয়ায় ডাকাতি করে পালানোর সময় ৯ ডাকাতকে আটক করেছে গ্রামবাসী। পরে তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় গৃহকর্তা চাঁন মিয়া ওরফে চানু বেপারী, তার ভাই হেলাল মিয়া ও তার স্ত্রী মনোয়ারা বেগম আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, কাপাসিয়া উপজেলার বড়জোনা গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে একদল ডাকাত গাড়ি নিয়ে হানা দেয়। ডাকাতরা ওই গ্রামের চানু বেপারীর বাড়ির কলাপসিবল গেট কেটে এবং দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় বাধা দিলে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তা চাঁন মিয়া ওরফে চানু বেপারী, তার ভাই হেলাল মিয়া ও তার স্ত্রী মনোয়ারা বেগম আহত হন। পরে ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ি থেকে বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যেতে থাকে। এ সময় বাড়ির লোকজনের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। পরে এলাকাবাসী তিলসুনিয়া এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতদের গাড়ির গতিরোধ করে। এ সময় ডাকাতরা গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে গ্রামবাসী ডাকাতদলের তাজুল ইসলাম, সফিকুল ইসলাম, সুলতান, মিলন, কবির, আলম ও আলী হোসেনসহ ৯ ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের জনরোষ থেকে উদ্ধার করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ সময় ডাকাতদের ব্যবহৃত গাড়ি এবং ডাকাতির মালামাল জব্দ করা হয়। ১২ মণ ইলিশসহ আটক ৩ নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৩ অক্টোবর ॥ আশুলিয়ায় ১২ মণ মা ইলিশ আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার সকালে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকার একটি বাড়ি থেকে মাছগুলো আটক করে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের একটি টিম। জানা গেছে, বাইপাইল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১২ মণ মা ইলিশ আটক করে ডিবি পুলিশ। এসময় তিন মৎস্য ব্যবসায়ীকে আটক করে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসানের আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে তিন মৎস্য ব্যবসায়ীকে সাড়ে ৪ হাজার করে টাকা জরিমানা করেন। অনাদায়ে ১০ দিনের কারাদ- প্রদান করা হয়। তিন মৎস্য ব্যবসায়ী হলেন দুলাল সরকার, নিরঞ্জন রাজবংশী ও সোমেন মিয়া। পরে উদ্ধারকৃত ১২ মণ মা ইলিশ উপজেলার বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়। ১২ মণ মা ইলিশের দাম অনুমান আড়াই লাখ টাকা। সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ বাজারে বিক্রির জন্য আনা হয়েছিল বলে জানিয়েছে ডিবি পুলিশ। বাউফলে অগ্নিকান্ড নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৩ অক্টোবর ॥ বাউফল পৌর শহরের পাবলিক মাঠের পশ্চিম পাশে অগ্নিকান্ডে ফজলুল হক গাজীর দুই ঘর ভস্মীভূত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত। বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের আশ্বাস দেয়া হয়েছে। গাছচাপায় গৃহবধূর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৩ অক্টোবর ॥ শহরের চৌরাস্তা থেকে রেলস্টেশনের বানিয়াডাঙ্গী মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণের লক্ষ্যে ওই এলাকায় চলছে গাছ কাটার হিড়িক। শুক্রবার আর্ট গ্যালারি এলাকায় ঠিকাদার দীপক কুমার রায়ের লোকজন সড়কের পাশের বিভিন্ন প্রজাতির গাছ কাটছিলেন। এ সময় কলেজপাড়ার এসিল্যান্ড বস্তি এলাকার বাসিন্দা বাবলু ইসলামের স্ত্রী নুর নিহার মুন্নী (৩২) ওইসব গাছের খড়ি সংগ্রহ করতে গেলে গাছের নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে গাছ কাটার তিন শ্রমিককে আটক করে থানায় নিয়ে যায়।
×