ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাওলানা ভাসানী ভার্সিটি অভ্যন্তরীণ ক্রীড়ার পুরস্কার বিতরণ

প্রকাশিত: ০৪:১৭, ১৪ অক্টোবর ২০১৭

মাওলানা ভাসানী ভার্সিটি অভ্যন্তরীণ ক্রীড়ার পুরস্কার বিতরণ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হলের অভ্যন্তরীণ খেলাধুলা প্রতিযোগিতা- ২০১৬ এর পুরস্কার বিতরণ মঙ্গলবার রাতে হলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। বিজ্ঞান অনুষদের ডিন ও হলের প্রভোস্ট ড. পিনাকী দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এস. এম সাইফুল্লাহ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সামিতির সাধারণ সম্পাদক ড. মোঃ ইকবাল মাহমুদ। -বিজ্ঞপ্তি নর্দান ভার্সিটিতে কর্মশালা নর্দান ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান উন্নয়নের জন্য বিশ্বব্যাংক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহায়তায় ‘প্রিপেয়ারিং পোস্ট সেল্ফ এ্যাসেসমেন্ট ইমপ্রুভমেন্ট প্ল্যান’ শিরোনামে কর্মশালার আয়োজন করে। এ ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। ফ্যাসিলিটেটর ছিলেন ইউসিজির হেকেপ প্রজেক্টের কোয়ালিটি এ্যাস্যুরেন্স ইউনিটের প্রধান প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী। -বিজ্ঞপ্তি
×