ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতিসংঘের প্রয়োজন ছিল রোহিঙ্গা

প্রকাশিত: ০৪:১৬, ১৪ অক্টোবর ২০১৭

জাতিসংঘের প্রয়োজন ছিল রোহিঙ্গা

সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়া ॥ গণপূর্তমন্ত্রী সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম ॥ জাতিসংঘ হলো বিশ্বের ধনী লোকদের একটি ক্লাব। মানবতার কল্যাণে প্রকৃত সেবা প্রদান করার ইচ্ছে বা মানসিকতা তাদের মধ্যে কতটুকু আছে তা এবারের রোহিঙ্গা সঙ্কটের সময়ই প্রমাণিত হয়েছে। লাখ লাখ মানুষ এখানে মানবিক বিপর্যয়ে পড়ার পর আমাদের নেত্রী শেখ হাসিনা জাতিসংঘকে বার বার এতটা গুরুত্ব সহকারে জানানোর পরও ওদের মধ্যে সেই মানবিকতার উদয় হয়নি। জাতিসংঘের প্রয়োজন ছিল রোহিঙ্গা সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া। অথচ আমাদের প্রধানমন্ত্রীই একমাত্র দেশ-বিদেশের সাহায্য নিয়ে সাধ্যমতো তাদের মানবিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে। তাই তিনি বলেন জাতিসংঘকে প্রকৃতপক্ষে বিশ্বের ধনী লোকদের আড্ডা দেয়ার ক্লাবই বলা চলে। শুক্রবার সকাল ১১টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে মীরসরাই উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক র‌্যালি ও আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপরোক্ত বক্তব্য প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবিরের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন শাহিন কাকলী, মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন প্রমুখ। বরিশালে কথিত ফকিরের কান্ড স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্বপ্নের ঘোরে সর্পদংশন করায় রোগীকে সুস্থ করার জন্য কথিত ফকিরের বিরুদ্ধে ৩০ হাজার টাকা চুক্তিতে তিনদিন ধরে ঘরের সামনে কলাগাছ পুঁতে ঢোল পিটিয়ে তন্ত্রমন্ত্র পড়ে অপচিকিৎসা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ওই ভন্ড ফকিরের কান্ড। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার প্রত্যন্ত হাপানিয়া গ্রামের। জানা গেছে, ওই গ্রামের সাত্তার খলিফার স্ত্রী দীর্ঘদিন থেকে মাথা ও হাত পায়ের যন্ত্রণায় ভুগছিলেন। অতি সম্প্রতি তিনি তার স্বামীকে জানান, তাকে স্বপ্নের ঘোরে সর্পদংশন করেছে। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েন সাত্তার খলিফা। উপায়ন্তর না পেয়ে তিনি পার্শ্ববর্তী কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের সাহেবরামপুর গ্রামের আব্দুল আলীর পুত্র কথিত গ্রাম্য ওঝা (ফকির) ওলিউজ্জামানের শরণাপন্ন হন। সরলতার সুযোগে সাত্তার খলিফার সঙ্গে ৩০ হাজার টাকার চুক্তিতে গত বুধবার সকাল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ঘরের সামনে কলাগাছ পুঁতে কথিত ফকির ওলিউজ্জামান তার দলবল নিয়ে ঢোল পিটিয়ে তন্ত্রমন্ত্র পড়ে অপচিকিৎসা শুরু করেন।
×